নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসতে চাই খুব

০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৪

আমার জানাছিলো,

তবে হয়তো অবচেতন মনে,

যে, তোমাকে আবার দেখবো,

আবার দেখা হবে ক্ষণে ক্ষণে।

,

তা, তাতে আমি ডরি না

কারণ আমি এখন আমি নির্লিপ্ত থাকতে পারি,

ভয় পেলেও প্রকাশ করি না।

,

হয়তো সত্যিই এক সময় তোমায় ভালবাসতাম।

কিন্তু এখন যে বাসি না, এটা নিশ্চিৎ।

কিন্তু কাউকে ভালবাসা প্রয়োজন, যে ছিমছাম,

পরিপাটি, তুলতুলে পুতুলের মত অভিজিৎ!

,

তাই তোমার দেখলেও ঘাবড়াই না।

ধরে নিই যে, সে তো আছে পাশেই।

স্পিরিট হয়ে কিংবা মূর্তিমতী ও সুবর্ণা।

,

আমি দেখি তাকে; ভালোবাসি;

আর দেখি তার তুলতুলে গাল,

রাশি রাশি চুল আর ভুবন ভোলানো হাসি,

বিরাজ করিয়ে মায়া মন্ত্রজাল!

আমি তোমায় ভালবাসতেই চাই খুব।



১২/৫/১১

সন্ধি মুহিদ

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:০১

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৬

শাওণ_পাগলা বলেছেন: ২য় ভালো লাগা দিয়ে গেলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:১২

তিথির অনুভূতি বলেছেন: আমি দেখি তাকে; ভালোবাসি;
আর দেখি তার তুলতুলে গাল,
রাশি রাশি চুল আর ভুবন ভোলানো হাসি,
বিরাজ করিয়ে মায়া মন্ত্রজাল!
আমি তোমায় ভালবাসতেই চাই খুব।
++
ভালবাসার জয় হোক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:২০

শিপন মোল্লা বলেছেন: আমি দেখি তাকে; ভালোবাসি;
আর দেখি তার তুলতুলে গাল,
রাশি রাশি চুল আর ভুবন ভোলানো হাসি,
বিরাজ করিয়ে মায়া মন্ত্রজাল!
আমি তোমায় ভালবাসতেই চাই খুব।
চমৎকার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.