নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

এগুলা ন্যানোকাব্য না

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

১,

গভীর রাতে ঘুমের মাঝেও চমকে উঠি,

স্বপ্ন ভেঙে থমকে উঠি, তোমার কথা ভেবে।

চোখের কোণে ক'ফোঁটা অশ্রু আর-

হৃদয়ে অসীম শূণ্যতা নিয়ে ডুকরে উঠি।



২,

আমি সেই কবে মরে গিয়েছি,

এ্যদ্দিনে আমাকে সবার ভুলে যাবার কথা।

কিন্তু বৃষ্টির দুটো ফোঁটা কী ভেবে আমাকে স্মরণ করলো!

...ওরাও ভুল করে আমার মতই।

আমিও ভুল করেছিলাম, নিজেকে খুন করেছিলাম।

জোর করে ভালবাসাকে ভুলে মৃতমনা হয়েছিলাম।

তবে আজ বৃষ্টিস্পর্শ ক্যানো আমায় জাগাতে চাইছে?

ক্যানো আবার সে ভুল করছে?



৩,

ঘুমে আমার চৌক্ষু কড়কড়ায়

হেরপরেও চাইয়া থাকি সখী।

পীরিতে আমার বুক ধড়ফড়ায়

হেরপরেও প্রেমে বাইন্ধা রাখি।



৪,

স্বপ্নে তোমার আসার কথা ছিলো।

স্বপ্নেও তুমি আসোনি।

স্বপ্নে এলেও কি খুব ক্ষতি হতো?



৫,

তাকে মনে পড়ে,

তার জন্য মন পোড়ে।



বোনাসঃ

"আমি জন্ম থেকেই সিঙ্গেল,

কিন্তু জীবন আমার আমৃত্যু প্রেমিকা।"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪

মাক্স বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.