নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

দ্যুতিময় চোখের বিষন্নতা

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

১.

দ্যুতি, আর কোনোদিন তোমার পাশে বসা হবে না। তোমার হাতটা ধরা হবে না। তোমার চুলের গন্ধ নেওয়া হবে না। তোমার

ঠোঁটে ঠোঁট রাখা হবে না।

দ্যুতি, যে সন্ধি তোমার ছিলো, সে আর কোনোদিন তোমাকে ভালবাসার কথা বলবে না; তুমি আর তার নও, সেও আর তোমার নয়।

দ্যুতি, তোমার মা যেহেতু তোমাকে 'কসম' দিয়েছে, তো, তুমি আমাকে ভুলে গিয়ে ভালই করেছো।

দ্যুতি তুমি ভাল থেকো। দ্যুতি তুমি ভাল থেকো। প্লিজ মাঝ রাতে মনে এসে আমাকে কাঁদিও না আর।

দ্যুতি, ফোনে আর কথা বেশি না বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ তোমার ব্যস্ততার জন্যে। শুধু শুধু কথা বলে কষ্ট বাড়িয়ে কি লাভ বলো।

দ্যুতি তুমি আমাকে ভুলে গেছ। আমিও ভুলে যাচ্ছি। আমাদের চোখের জলস্রোত আজ সব স্মৃতি ধুয়ে দিয়ে যায় পলে পলে।

কিন্তু দ্যুতি তুমি কীভাবে পারো?

তোমার পারার কথা ছিলো না। তোমার পারার কথা ছিলো না।

তবুও আমার জীবনের আড়াই টা বছর ধন্য করার জন্য তোমায় ধন্যবাদ।

২.

দ্যুতি, দেখা হয়ে যাবে হয়ত আরেক বার,

আমি ফুটপাতে পায়ে পায়ে, তুমি হয়ত চার চাকার যানে,

আমার পাঞ্জাবীর সাথে ঝুলে থাকা বিষণ্ণতার দিকে

হয়ত তোমার বিষদৃষ্টিপাত হবে!

হয়ত আমার মুগ্ধ দৃষ্টি তোমার সুখী চেহারাটাকে দেখবে,

মগজে পুরে নেবে রোমন্থনের জন্য।

হয়ত তোমার পাশের ভদ্রলোক নাক সিঁটকোবে,

আমার জীর্ণ জুলজুলে অপরিচ্ছন্ন দাড়ি-গোঁফ দেখে।

সেই কয়েক পলকের দেখা,

তারপর হয়ত আমার স্ট্যাটাস আপডেটঃ

"আজ তার সাথে বহুদিন পর দেখা হলো।"

সেই স্ট্যাটাস ও তোমার চোখে পড়বে, এড়িয়ে যাবে জানি-

ঠিক সেভাবেই, যেভাবে প্রতিবার এড়িয়ে গিয়েছ।



তোমার কাছে আমি কবি ছিলাম না।

তোমার কাছে ছিলাম না বুদ্ধিজীবী!

তোমার কাছে ছিলাম ব্যার্থ প্রেমিক হয়ে কিছু দিন।

তোমার দিন গুলোকে কালো করে কষ্টে।

আর একটা কথাই বলি,

"ক্ষমা করে দিও"

হয়ত তোমার ভালোর জন্যই বাধ্য ছিলাম দূরে যেতে,

তোমাকে বাধ্য করতে, আর নিজেকে কষ্ট দিতে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.