নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

মোট চৌদ্দটি লাইন

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

১.

একটা টাইম-মেশিন প্রয়োজন খুব।

আট মাস আগের সময় থেকে ঘুরে আসার জন্য।

তৃষ্ণায় আমি যে কুড়ে কুড়ে মরছি।

একবার কয়েক চুমুক চুমু খেয়ে আসি তাকে।

,

নিয়ে আসি বুক ভরে তার নিঃশ্বাস।

সেই রসদ নিয়ে কাটিয়ে দেবো কিছুদিন।

আহ, দম ফেটে মারা যাচ্ছি তো!

আমি বাঁচতে চাই অতীতে গিয়ে আরেকবার।

4/7/13

২.

বিড়িতে নিবিড় টান,

অথবা নব্য প্রেমিকার ঠোঁটে প্রগাঢ় চুম্বন,

কিছুই আজ অশ্রুস্রোতে বাঁধ দেবার জন্য যথেষ্ট নয়।

ঘুম থেকে উঠে পড়ি স্বপ্ন দেখার জন্য,

কিন্তু হতচ্ছাড়া ঘুমটাই ভেঙে যায়।

রুপু, আমার চোখের পাতায় চুমু খাও প্লিজ।

1/7/13

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৭

মুকুল সালাহউদ্দীন বলেছেন: আপনি কি চৌতুর্ষ পদী কবিতা লিখার চেষ্টা করেছেন? চৌর্থুষ পদী কবিতা যার প্রতি গ্রাফে লাইন থাকে চারটি. অনেকটা সেই রকম। চেষ্টা করুন পারবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সন্ধি মুহিদ বলেছেন: জ্বি না। চেষ্টা করছি না। এগুলা এমনিই লিখেছি। আর আপনি যেটার কথা বললেন, সেটাও আমি সত্যিই চেষ্টা করলেই পারবো! আমি অনেক কিছুই পারি! ';)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.