নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

নতুন অণুকাব্য

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

১.

ইফতারে, মুখে নরম খেজুরের বুকে কামড়-

যতোটা সহজ, যতটা আরামপ্রদ ও মোলায়েম কাজ!

ততটা সহজে তোমাকে ভুলে যাচ্ছি। এভাবেই দিনে দিনে-

মোলায়েম ভাবে ঠোঁট থেকে মিলিয়ে যাচ্ছে তোমার চুমুর স্বাদ!



২.

থ্যাঁতলানো ইঁদুরের মতোই করুণ হয়ে আছি।

ঝেড়েপুঁছে তবু যতোটা মেকি সাজ নেওয়া যায় যাক।

সেজে থাকি জুলজুলে স্বাস্থ্যবান ইঁদুর।

অথচ মনে মনে ছিটকে পড়া রক্ত, মাংস, মগজের ভিড়।



৩.

হে কন্যা!

তোমার ঠোঁট আমার ঠোঁটে তুলুক ঝড়!

আসুক চুমুর বন্যা!!



৪.

তবু আমার চোখে ছিলো ভিসুভিয়াসের আগুণ।

এতোটা ভালবাসতে পারি আমি,

নিজের এতটা ভালবাসা নিয়ে ঘুরেছি দ্বারে দ্বারে-

কাঙালের মত আবার অন্যের ভালোবাসা খুঁজে গেছি!

তবু তার সাথে দেখা হলো না।



মাঝখান থেকে আমার চোখে জন্মেছে ভিসুভিয়াস।

আমার চোখে আজ ঘুম নেই।

চোখের জলও জ্বলে আজ!

তোমাদের প্রতি থাকবে অভিশাপের আঁচ…







.

সন্ধি মুহিদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.