![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সামনে গ্লাস ভর্তি হতাশা,
এক চুমুক ও পান করতে পারছি না।
কারণ আমার বুকেই হতাশার ডিপো।
আর এক চুমুক গেলার সাধ্য নেই।
গলা উগরে আসে হতাশার তিক্ত ঢেঁকুর,
শুয়ে বসে লেজ নাড়ি, যেন এক বিষন্ন কুকুর।
আমার সামনে হতাশার সমুদ্র,
সাঁতার কাটতেও পারছি না।
হতাশায় ভারী মনটা নিয়ে ডুবে যাচ্ছি,
হতাশার অতলে, শ্বাসরুদ্ধ হয়ে।
কণ্ঠরোধ করে উঠে আসে হতাশার ঢেঁকুর,
তবুও নির্লিপ্তভাবে কাটিয়ে যাচ্ছি কতশত সকাল-দুপুর।
আহত আশা
৩১/৮/১৩
সন্ধি মুহিদ
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রাতুল_শাহ বলেছেন: বেশ সুন্দর লাগলো