নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

১. তার চেয়ে বরং আমি ঘুমিয়ে যাই,

জেগে থেকে থেকে তোমাকে না দেখে দেখে আমি ক্লান্ত,

তুমি ফিরে এসে আমার ঘুম ভাঙিয়ো,

ততক্ষণ স্বপ্নেই তোমাকে দেখতে থাকি।



২.

মৃত শহরের খোলস গায়ে জড়িয়ে মানুষের হৈ হুল্লোড়।

হৈ হল্লায় জেগে থাকে জড় শহর ,

শহরের বুকে ঘটে যায় কত প্রেম, খুন, ধর্ষণ, জন্ম, মৃত্যু।

অথচ শহর নির্বিকার সুখে চোখ বুজে থাকে,

বোঝে না কি সে কিছু?

এক দিন সে উঠবে জেগে জানি,

প্রবল ভূকম্পনে মিশিয়ে দেবে পাপ পূণ্য

তবু বোকা মানুষ শহরের বুকেই ঘর বাঁধে, গোর বাঁধে,

আয়োজন করে সাজানো মৃত্যুর-

হায় অসহায় মানুষ!



৩.

আজ আকাশ এত নীল কেন?

আমার মাথায় ঠেকেছে এক নীলাভ আকাশ,

অথচ আমার মনে ধূসর জমেছে এক রাশ!



আজ ফেসবুক এত নীল কেন?

আমার হাতে ঠেকেছে নীলাভ ফেসবুক

অথচ আমার রয়েছে কষ্টে ভরা একটা লোমশ বুক।



৪.

হায় ইঁদুর!

মাঝরাতে ক্যান ঘুম ফেলে ঘরময়

ছুটে বেড়াস?

তুইও কি তোর প্রেমিকার জন্য ছন্নছাড়া?

আমার মতোই ঘুম আসে না তোর?



হেই মোরগ,

তুই ভোরের দূত!

মাঝরাতে ক্যান কুক্কুরুক্কু করিস?

তুইও কি আমার মত ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা?

তুইও কি হাল ছেড়ে বাল ছিঁড়ছিস?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.