নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কথকতা

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

-তুমি কি রাগ করেছ?

-না। রাগ কীজন্য করবো?

-এই যে সারাদিন কথা বলতে পারিনি।

-না। হয়তো যথেষ্ট কারণ ছিল কথা না বলতে পারার পেছনে। তবে জানোতো রাগ আর কষ্ট আলাদা।

-শুধু কষ্ট? নীরব কষ্ট? সেটা রাগে প্রকাশিত হবে না?

-দ্যাখো রাগ তার উপরেই দেখানো যায়, যার ওপর রাগ দেখানোর অধিকার আছে।

-দেখতে পারবো না। তুমি শোনো, আমার সবকিছুতেই তোমার অধিকার আছে। এটা জেনে রাখো।

-জেনে রাখলাম। পরে তাহলে রাগ দেখিয়ে নেবো। অবশ্য, রাগ জমিয়ে রাখলে আমার ভালোবাসা বের হয় না। ভালোবাসা বের হবার মুখটা রাগ জমে বন্ধ হয়ে যায়।

-প্লিজ আমাকে বকো। আমাকে একটা চড় দাও। প্লিজ।

-আহা, কণ্ঠে কান্না জমিয়ে ফেললে কেন? তোমাকে রাগের মাথায় চড় মারলে রাগ হয়তো কমবে কিন্তু পরমুহূর্তেই তোমাকে আদর করতে ইচ্ছে করবে।

-আমি তোমার আদর পেতে চাই। আর সেটা চড় খেয়ে পেতে হলেও আমি রাজি। আমাকে মারো তুমি।

-কাছে আসো। গালটা পেতে দাও চড়ের জন্য।

- দিলাম।

- চোখটা বন্ধ করো। চড়ের ঝাপটা তাতে কম লাগবে।

-নাও। করলাম। এখন আমাকে মারো। মেরে তোমার রাগ কমাও।

-উম্মাহ!

-একী! চুমু খেলে যে?

-আমার রাগ ওতেই নেমে গেলো যে, তাই! ^_^





২০-১০-১৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

হুমায়ুন তোরাব বলেছেন: life is nothing but physical relation..

abar proved hoilo..

২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

ঘুমন্ত আমি বলেছেন: হা হা হা ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

আরিফুর রহমান বাবুল বলেছেন: হাহাহাহা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.