![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আঠারোটা বছর আমি মিস করে ফেলেছি,
আর একটা সেকেন্ডও মিস করতে চাই না।
প্রতি মুহূর্তে তোমার প্রতিটি কোষের সূক্ষ্ম কাঁপন-
মিস করবো না একটুও, অনুভবে সঁপে নেব সব অনুরণন।
তোমার প্রতিটি নিঃশ্বাস আমি বুক ভরে নেবো,
সেই প্রঃশ্বাসে রসদ যোগাবো আমি আমার বেঁচে থাকার জন্য।
তোমার চকচকে ঘামে ভেজাবো আমার দেহের শুষ্কতা- বিন্দু বিন্দু!
তোমার লালায় ভেজাবো আমার ঠোঁট! আমার মন ও!
তোমার সুখ, অসুখ, ব্যাথা আর অন্য যা কিছু আছে,
সব জানিও আমায়, কিচ্ছুটি লুকিয়ো না কিন্তু!
তোমার সবটুকু আত্মা আমার আত্মায় লেপে দাও,
মিশে থাকো, মিশিয়ে রাখো সবটুকু দিয়ে। বিলীন হয়ে যাও!
একটুও চাই, সবটুকুও চাই
২৭/১০/১৩
সন্ধি মুহিদ
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: বিরহী শিল্পে বেশ পাকাপোক্ত। বেশ হয়েছে।