নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কলমের মল

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

১।

এখন আমি আবার কবিতা লিখতে পারব,

আমার বুকে এখন শূন্যতা রয়েছে,

কবিতা লেখার সেটাই শ্রেষ্ঠ রসদ।



কীভাবে?

এই মাত্র বুকে গজানো ভালোবাসার চারা

শেকড়সুদ্ধ উপড়ে ফেলেছি দিয়ে!



মিথ্যা আমি সইতে পারি না,

প্রতারণা আমি বইতে পারি না।

আমার কী দোষ বলো!



২।

আমার কণ্ঠে জমেছে বাষ্প,

বুকে জমেছে মেঘ, চোখে বৃষ্টিজল

আমার কিছু দুঃখ রঙের কষ্ট ছিলো

রঙধনুতে ঝরছে কান্না অবিরল।



৩।

চোখ থেকে আজ বৃষ্টি ঝরে, মেঘ না!

বৃষ্টি জমে বুক ভাসিয়েছে মেঘনা!



৪।

তবুও আমাকে ঘিরে অজস্র একাকীত্ব

তবুও মানুষের ভিড়ে আমার চারপাশে শূন্যতা

মাথার ভেতরের দুনিয়াটা দুলে কেঁপে ওঠে

ফুলে ফেঁপে ওঠে ঠাইঁহীনতার ছাপ

ঝড়ো হাওয়ায় কবে না জানি উল্টে পড়ি

আমার মনকে তবে কি কেউ আশ্রয় দেবে না?



৫।

তীর্থের কাকের মত অপেক্ষা করি-

অন্তত এক ফোঁটা ভালবাসার জন্য!

এক ফোঁটা ভালোবাসা আমার কাকচোখে বরণ করে নেব,

কেঁদে তো চোখের জল শুকিয়েই ফেলেছি সব,

একটু নাহয় ভিজিয়ে নিই আবার,

কাঁদতে তো হবেই আবার খুব।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

রাগিব নিযাম বলেছেন: এই যে কবি সাহেব, আমার ফেসবুক প্রোফাইলে দেখা যায় না ক্যান ইদানীং? প্রেমে পড়ে কি আমাদের মতো শুভাকাঙ্ক্ষীদের ভুলে গেলে? :-*

২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো কবিতা সুন্দর,,,,,,,ভীষণ সুন্দর

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: নামকরনটা দেখে বেশ মজা পাইলাম। বহু স্কুল ড্রেসের পকেট নষ্ট হয়েছে একসময়।

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

রাহি বলেছেন: প্রথম অংশটা দারুণ!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: চোখ থেকে আজ বৃষ্টি ঝরে, মেঘ না!
বৃষ্টি জমে বুক ভাসিয়েছে মেঘনা!


চমৎকার! অনেক ভালো লাগা!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো। !:#P !:#P !:#P !:#P !:#P

সবাইকে শুভেচ্ছা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাল লাগল সবগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.