নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

মগজ থেকে কীপ্যাডে

১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮

১।

আমার ভালোবাসার তৃষ্ণা তো সাগরসম;

অনেক নদীও আলাদাভাবে মেটাতে তা পারে নি কখনো!



২।

সামান্য পুকুর তুমি

অথচ ডুবে মরার জন্য আমি একটা সমুদ্র চেয়েছিলাম

চেয়েছিলাম মহৎ মৃত্যু

ছারপোকার মতন মরণ চাইনি।



৩।

বালিশ চেপে শুয়ে শেষরাতের নৈশব্দে-

শুনি একটানা ধুপধাপ আওয়াজ!

হ্যাঁ, আমার বক্ষপিঞ্জরে তোমার দান করা হৃদয়েরই ধ্বনি!

আর আমার হৃদয় তোমাকেই দিয়েছিলাম, মনে নেই?

আর তোমারটা আমার কাছেই এখনো আছে।

অসীম নির্মমতায় আগলে রেখেছি।

আমার হৃদয়টা তুমি হয়তো বিলিয়ে দিয়েছো অন্য কাউকে-

কে জানে, আমার কাছে যেটা আছে, সেটা কার কাছ থেকে নিয়েছিলে!



৪।

ফাটা ঠোঁট আজ জোড়া লেগেছে,

এখন আমি হাসতে পারি।

ভাঙা মন আজ জোড়া লেগেছে,

এখন ভালবাসতে পারি।





সন্ধি মুহিদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১০

পেন্সিল চোর বলেছেন: তিন নাম্বারডা ভালো লাগছে পেন্সিল চোরের।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১

মহিদুল বেস্ট বলেছেন: বাহ! এত্তো চমৎকার! সত্যি ভালো লাগা রেখে গেলাম ++

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ মহিদ ভাই :)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৮

মায়াবী ছায়া বলেছেন: প্রতিটা লিখাই বেশ ভাল লেগেছে ।।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

সুমন কর বলেছেন: ভাল হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.