নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্য

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

*

-চলো পালিয়ে যাই।

-পালিয়ে গেলে খাওয়াবে কী?

-কেনো! তুমি আমাকে খাবে আর আমি তোমাকে খাবো!

*

তুমি কূলহারা কলঙ্কিনী হও,

তারপর আমার কূলেই পেয়ে যাবে শেষ আশ্রয়!

*

বেজে ওঠার কথা ছিলো ফোনের,

কিন্তু শব্দ শোনা গেছে কেবলই ক্রন্দনের!

*

তোমার সর্বত্রই আমার স্পর্শ লেগে আছে;

আমার স্মৃতি মুছতে গেলে তুমি নিজেই মুছে যাবে!

*

একটা গন্ধ পাচ্ছি।

পোড়া গন্ধ।

ভেতর থেকে।

আমার মন পুড়ে গিয়েছে।

সেই গন্ধ।



সোনা পুড়ে পুড়ে খাঁটি হয়।

মানুষ পুড়ে পুড়ে মাটি হয়।

মাটির মানুষ হয়।

*

সব ধর্ষণ কিন্তু খারাপ নয়!

এই যেমন ধরো, আমার ঠোঁট যদি তোমার ঠোঁটকে ধর্ষণ করে!



সন্ধি মুহিদ

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

উদাস কিশোর বলেছেন: সবগুলোই দারুন ।
প্রথম টা বেসম্ভব দারুন । :)
.
.
.
অফটপিকঃ আপনি কি চশমা পরেন ?

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২০

সন্ধি মুহিদ বলেছেন: চশমা পরি :)

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, ছিমছাম সুন্দর

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১

সন্ধি মুহিদ বলেছেন: :)

৩| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: চমৎকার !!!

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২২

সন্ধি মুহিদ বলেছেন: :)

৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৪

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর....

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২২

সন্ধি মুহিদ বলেছেন: :)

৫| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর!

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১

সন্ধি মুহিদ বলেছেন: :)

৬| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৬

উদাস কিশোর বলেছেন: আজ থেখে তিনেক আগে আপনি আমার ফেসবুক ফ্রেন্ড লিষ্টে ছিলেন । ঐ আইডি ডিজেবল হবার পর আপনাকে আর খুজে পাই নাই :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.