নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

যে দশটি উপায়ে প্রাক্তন প্রেমিকা/প্রেমিকাকে ভুলতে পারেন

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০

মাননীয় সন্ধি মুহিদ আপনাদের বলবেন যে দশটি উপায়ে আপনারা আপনাদের প্রাক্তন প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা কমিয়ে ফেলতে পারেন।

১. সন্ধি মনে করেন যে, প্রেম একটা নেশা। একটা নেশা ছাড়তে হলে আরেকটা নেশাই ধরা লাগে। অবশ্যই তার সাথে নিয়মিত কথা বলার একটা অভ্যাস ছিলো! মানুষ অভ্যাসের দাস। তাই নতুন আরেকটা অভ্যাস তৈরী করুন।

২. সন্ধি বলছেন না মদ, গাঁজা, সিগ্রেটএর নেশার কথা। এছাড়াও নেশা আছে। মুভির নেশা। বইয়ের নেশা। ঘোরার নেশা!

৩. সন্ধির উপদেশ - স্মৃতিময় জিনিসগুলো ফেলে দিয়েন। আই মীন, তার দেওয়া গিফট। এতে করে সেগুলো সামনে আর আসবে না, আগের কথা আর মনে পড়বে না।

৪. আসল কথা হচ্ছে, আপনার ইচ্ছা থাকতে হবে যে আপনি তাকে ভুলবেন, সে খারাপ, আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে, এটা মাথায় রাখবেন। সন্ধি কিন্তু ভাইবা চিন্তাই বলছে কথাটা।

৫. যেই জায়গায় বসে বসে ফোনে কথা বলতেন, সেই জায়গাটা এলোমেলো করে দেন। মানে সন্ধি বোঝাতে চাচ্ছে, খাটের জায়গায় সোফা আর সোফার জায়গায় খাট! ঘরের পর্দা, লাইট এসব পাল্টে ফেলুন। অন্যরকম লুক আনুন চারপাশে।

৬. সবচে ভাল হচ্ছে, জোর করে মনে মনে অন্য কারো কথা ভাবুন। অন্য কারো প্রেমে পড়ার চেষ্টা করুন। তাহলে আগের স্মৃতি ফিকে হয়ে যাবে বলে মাননীয় সন্ধি মুহিদ মনে করেন।

৭. ১০/১৫ দিনের জন্য গ্রামের বাড়ি বা দূরে কোথাও হতে বেড়িয়ে আসুন। ভুলতে সুবিধে হবে।

৮. সবার সাথে দুঃখের কথা বলে বেড়ান। দুঃখ শেয়ার করলে কমে যায়!

৯. নিজেকে ব্যস্ত রাখুন! অলস মস্তিষ্ক শয়তানের কারখানা! বোঝেন সেটা আপনিও, আমিও! কিন্তু ছ্যাঁকা খাইলে সবার মাথাই আউলাইয়া যায়। -_-

১০. শোককে শক্তিতে পরিণত করতে পারেন। কৌশলে তাকে হাতে এনে, বাঁশ মাইরা ছেড়ে দিতে পারেন। ;)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২

নাসিম আহমেদ সুমন বলেছেন: Ek number Ami olosh.
r dui number apatoto notun nesha passi Na.
ekhatre@sondhi Ki bolben?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.