নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

আবারও অণুকাব্য

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১২

১.

- ক্ষুধা লেগেছে।

- কিছু খেয়ে নাও।

- দাও, খাই!

- আমি কী দিবো?

- চুমু দাও, খাই!

- মাইর দিবো, মাইর।

- দাও, তবু তো সেটা তোমার দান!



২.

-হ্যালো!

-হেলেছি।

-কতটুকু হেলেছো?

-যতটুকু হেললে তোমাকে স্পর্শ করা যায়!



৩.

তোমার হাতে চড় খেয়েও আমি সুখী হবো,

তবু তো আমার এ অধম গাল-

তোমার স্পর্শে ধন্য হবে!



আমি গর্ব করে বলে বেড়াবো,

দ্যাখো, আমার গাল থেকে ওর গন্ধ ভেসে আসছে!



৪.

হাসিমুখে হাতটা ধরে শুধু বোলো-

"আরে পাগল, আমি আছি তো তোমার সাথে।"

তাতেই কী অদ্ভুত প্রশান্তিতে আমার বুকটা ভরে উঠবে তুমি জানো না।

তোমার হাতটা আমার হাতে আগলে ধরে রেখে তোমার হাতের উল্টো পিঠে আমার ঠোঁট ছোঁয়াবো।

তারপর দু'চোখে ছোঁয়াবো।

তারপর তোমার হাতটা আমার বুকের বাঁ পাশে চেপে ধরে রাখবো জোওওওরে।

আমার হৃদয়ের ধুকপুকানি তুমি টের পাবে।

এত ভালোবাসার বন্ধন কাটিয়ে তুমি কীভাবে যাবে, বলো তো?



সন্ধি মুহিদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪০

সানড্যান্স বলেছেন: বাহ! মজারু তো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.