নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

টুকিটাকি কবিতা

০২ রা মে, ২০১৪ বিকাল ৩:২২

১.

গ্রীষ্ম আমায় যতটা না পুড়িয়েছে,

তুমি তার থেকে আমায় বেশি পুড়িয়েছো।

রৌদ্র দহন। প্রণয় দহন। সব একাকার।



২.

আমার মনেরও মন খারাপ হয়েছে,

আমার বুকেরও বুকেব্যথা হয়েছে,

যখন মনে পড়েছে কারো কিচ্ছু আসে যায় না,

আমার মন খারাপ হলে, অথবা বুকেব্যথা হলে।

তাই কবিতাই টেনে নিয়েছি আমার এখানে সেখানে।



৩.

-কী হয়েছে গো?

- কবিতার জন্ম হয়েছে। আমি কবিতার বাপ হয়েছি। মা হয়েছি। স্বামী হয়েছি। স্ত্রী হয়েছি।

- মন খারাপ করেছো আমার কথায়?

- সামান্য। তারপর সেটা কবিতাকে দিয়ে নিজে ফুরফুরে মেজাজে আছি!



৪.

মাদক গ্রহণের আগেই আমি মাতাল হয়েছিলাম।

কারণ, তোমার সাথে আমার দেখা হয়ে গিয়েছিলো।

তুমি কি জানো, আমি যে তোমাতে আসক্ত?

তোমার লালা হোক আমার নেশার মদির!



৫.

আমার কপালে তুমি ঠোঁট ছোঁয়াতেই আমার মাথাব্যথা সেরে গেলো।

ইশ! অভাগা আমি! ক্যানো যে আমার সর্বাঙ্গে ব্যথা হলো না!



সন্ধি মুহিদ

এপ্রিল '১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.