নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কিছু কথোপকথন

২৯ শে মে, ২০১৪ রাত ৮:০১

১.

- কাশতেছো ক্যান?

- ঠাণ্ডা লাগছে।

- কীভাবে ঠাণ্ডা লাগাইছো?

- এ্যাঁ... বাইরে থেকে ঘামে ভিজে এসে ঠাণ্ডা সরবত খাইছিলাম।

- তোমারে না ঠাণ্ডা কিছু খাইতে মানা করছিলাম? কথা শুনবা না তাইলে তো এরকমই হবে।

- ইয়ে... আম্মু সরবত বানাইয়া দিছে, তাই খাইছিলাম আর কী।

- আম্মু দিছে বইলাই খাবা? তুমি জানো না তোমার যে ঠাণ্ডা লেগে যায়?

- আম্মুর কথা ফেলতে পারি নাই।

- ওহ, বাহ খুব মাতৃভক্ত ছেলে হইছো, মায়ের সব কথা শোনো?

- শুনি তো।

- আচ্ছা, মা যদি আমাকে বিয়ে করতে নিষেধ করে, তখন?





২.

- বুঝলা, আমি ঠিক করছি দাড়ি রাখব। গালভর্তি দাড়ি। ভাল হবে না?

- মোটেও না। একদম না।

- ক্যান?

- আমি মানা করছি তাই রাখবা না, রাখলে খবর আছে।

- কী খবর আছে?

- উমম... দাড়ি রাখলে চুমু দিবো না, দেইখো।

- ওহ, তার মানে, ক্লিন শেইভ করলে তো চুমু দিবা, তাই না?

- এমম... দিবো... তবে... এখন না। বিয়ের পরে চুমু দিবো।

- তাইলে বিয়ের আগ পর্যন্ত দাড়িটাড়ি রেখে রবীন্দ্রনাথ হয়ে থাকি। কী বলো? হেহেহে!

- উফফ... তুমি একটা শয়তান!

- তাহলে চুমু পাচ্ছি তো?

- চুপ!







৪.

-তুমি শুরুতে তো ভালোই পুতুপুতু করতা সারাদিন। এখন এত ভালোবাসা গেলো কৈ? :(

-আমার সব ভালোবাসা তো তোমারে দিয়াই দিছি, আমার কাছে কিছু আর অবশিষ্ট নেই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:০৯

সকাল হাসান বলেছেন: অনুচ্ছেদ তিন কই?

২| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৭:৪৯

রাগিব নিযাম বলেছেন: ৩ নাই, ৪ দিয়ে ফেলেছো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.