নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ ১

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯

তুমি বললে আমি নাকি ফর্সা হয়ে গেছি।

মোটেও সেটা সত্যি নয়।

খুউব ভালো করে তাকাও।

দ্যাখো সেটা আমার আমার রক্তশূন্য মুখ!

আমার সদ্য নিকোটিনে পোড়া কালচে ঠোঁট,

আর ড্রাগসের প্রভাবে প্রসারিতে চোখের মাঝে তাকাও।

কী দেখতে পাচ্ছো?

বিশেষ কিছুই দেখতে পাচ্ছো না, জানি।

আমিই বলছি,

তোমাকে হারিয়ে ফেলেছি - এটা বোঝার পর

প্রচণ্ড ধাক্কা খেলাম।

তোমাকে ফিরে পাবো না - এটা বোঝার পর

আমি হারিয়ে ফেলেছি আমাকেই,

বেঁচে থাকার প্রতি কোনো আকর্ষণ পাচ্ছি না।

দিন দিন রক্তশূন্য হচ্ছি।

আর তুমি ভাবলে ফর্সা হয়েছি?

তুমি এখন আমার নও,

আমি এখন সবার হবো।

মাটিতে মিশে যাবো শীঘ্রই।

পরজনমে অথবা নরকে দেখা হবে নিশ্চই!



৬/৬/১৪

সন্ধি মুহিদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.