নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ ৬ (ঠিক নেই কিছুই)

১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

আমি ঠিক করেছিলাম তোমাকে ভুলে যাবো,

কিন্তু আচমকা তোমার মুখ এখনো ভেসে ওঠে।

মনের পর্দায় দমকে দমকে ধাক্কা দেয় শূন্যতা।

বুকের ভেতর কষ্টের দামামা বেজে চলে।



আমি ঠিক করেছিলাম আর কখনো লিখবো না

কিন্তু এখনো দু'চারটে বাক্য হাত ফসকে যায়।

তোমার স্মৃতি এতটা পীড়া দেয় আমায়,

আজো আমি নিয়ন্ত্রণহীন, অসহায়।



আমি ঠিক করেছিলাম আমি আর কাঁদবো না।

কিন্তু এখনো আমার চোখ থেকে বৃষ্টি ঝরে,

সেই যে একবার, বৃষ্টিতে ভিজে আমরা একাকার,

সেসব কথা কি তোমার একবারও মনে পড়ে?



আমি কেবল ঠিক করতে চাই নি আমাদের সম্পর্ক,

অথচ সেটা ঠিক করতে চাইলে সব ঠিক থাকতো।



--সন্ধি মুহিদ (১৮/৬/১৪)

'ঠিক নেই কিছুই'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ভুলে যাওয়া কঠিন কাজ। যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.