নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

আরো অণুকাব্য

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:০৬

১.

ছারপোকার মত বেঁচে আছি

নিতান্ত অর্থহীন প্রতিটি দিন।

অসহ লাগে এই বেঁচে থাকা,

সোৎসাহে মৃত্যুর অপেক্ষার্থী!



২.

ঠিক এই সময়টাতেই প্রতিদিন কান্না পায়,

আমার বুকের ভেতরে ডুকরে ওঠে কষ্ট।

ঘাড় বেয়ে নেমে আসে শিরশিরে একাকীত্ব

চোখে আর কপালে জমে কিছুটা তেষ্টা।

তোমার স্পর্শ, তোমার উষ্ণতা খুঁজে খুঁজে

হাতড়ে বেড়াই, মুখ গুঁজে থাকি বিছানায়।



৩.

এই বর্ষায় তোমাকে খুন করে,

তোমার কবরের ওপর রেখে আসব একগোছা কদম ফুল।



বৃষ্টিতে ধুয়ে যাবে

আমার হাতে লেগে থাকা তোমার অপবিত্র রক্ত!



৪.

তোমার উত্তাপে বিবর্ণ আমি গলে গলে ঝরে পড়ছি,

মেলে ধরো তোমার রঙিন জলাধার।



৫.

হয়তো-

মৃত্যুর আগ মুহূর্তেই বেজে উঠবে ফোন,

এবং তোমার নম্বর দেখাবে স্ক্রিনে।

মৃত্যু এগিয়ে আসছে দিনে দিনে।

তুমি কি বাঁচাবে এই জীবন?



সন্ধি মুহিদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.