নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ ৭

১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৪০

হবে না এইসব, হবে না।

আমি মানব না।

আমি চিৎকার করব।

আমার চিৎকারের ঝঙ্কারে শহর ভেঙে পড়বে

ঝনঝন করে ভেঙে পড়বে সভ্যতা।

আমি কিছুতেই মেনে নেবো না এইসব।

তোকে আমার চাই।

তোকে আমার লাগবে।

আমি বলেছি, তাই লাগবে।

কোনো কথা জিজ্ঞেস করবি না।

ভেঙে চুড়ে সব একাকার করে দেবো।

তোর বাসার সামনে নেংটো হয়ে গেড়ে বসে থাকব।

আমরণ অনশন করব।

আসবি না নেমে?

তাও যদি না আসিস, শক্তি থাকতে থাকতে

দেখিস তোর বাসায় গিয়ে তোর চুলের মুঠি ধরে নিয়ে আসব

কুত্তী, তোর কতবড় স্পর্ধা তুই অন্য এক ছেলেকে ভালোবাসিস

তাও আবার সেটা তুই আমাকে এসে বলিস,

তোর বুক কাঁপে না?

একটানে তোর গলাটা ছিঁড়ে ফেলবো

তোকে মাটিতে ফেলে তোর ধড়ের ওপর উঠে বসে থাকব

তোকে ছেঁচে ভর্তা বানাবো

তোর মগজ দিয়ে ক্লাস্টার বানিয়ে মাখিয়ে দেবো দেয়ালে

লিখে দিবো তোর রক্ত দিয়ে তোর বিশ্বাসঘাতকতার কেচ্ছা।

তুই আমাকে ছেড়ে চলে গেলি কোন সাহসে?

ক্যানো ছেড়ে চলে গেলি?

আমি জানি সব কারণ, কিন্তু আমি শুনতে চাই না কিছু।

কিন্তু এসব আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব।

তুই শুধু আমার ছিলি

তোকে আমার হয়ে মরতে হবে

তা না হলে তোর খবর আছে দেখিস

তুই হানিমুনে যাবি না ঐ শালারপুতের সাথে?

দেখিস তোর দরজার সামনেই মরে পড়ে থাকবো।

আমার লাশ ডিঙিয়ে তুই ওই হারামজাদার সাথে মুচড়ামুচড়ি করবি?

পারবি তুই?

আমার মনে হয় না।

তুই ভীতু, আমার থেকেও বেশি, আমি জানি।

তুই মরে যাস না ক্যানো?

আমি তোকে মারতে পারবো না, জানিস তো।

তাহলে আমাকে মেরে ফেলিস না ক্যানো?

আমি সহ্য করতে পারবো না এসব।

অই শুয়োরের বাচ্চা ক্যানো তোকে চুমু খাবে?

তুই তো আমার।

এই যে দ্যাখ, আমি কাঁদছি।

তোর মায়া হচ্ছে না?

করুণা হচ্ছে না?

ঐ কুত্তা কি তোকে আমার থেকে বেশি ভালবাসে?

ওরে ওই পিশাচিনী,

তুই কীভাবে আমাকে ভুলে গেলি?

আমি এখন কী নিয়ে বাঁচবো?

আমার এখন কী হবে?

একবার ভেবে দ্যাখ।

আমি তো শেষ হয়ে যাব।

শেষ হয়ে যাচ্ছি।

তুই কি আমাকে বাঁচাবি না?

ওর সাথেই রয়ে যাবি?



প্রলাপ -৭

১৯/৬/১৪

সন্ধি মুহিদ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.