নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

মরতে রাজি

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪

আমার মৃত্যু হোক,

আমার মৃতদেহের ওপরে তুমি থুতু ফেলো।

ফেলে যেয়ো পদপৃষ্ঠ, এই নিস্পন্দ বুকের ওপর!

তোমার পবিত্র স্পর্শ -

যেন এই অপবিত্র মাটি না ছোঁয়!



কতোটা ভালোবাসি তোমাকে তুমি জানো না।

তোমাকে দেখলে, প্রেমে আমার মরে যেতে ইচ্ছে করে,

বুকের বারান্দায় একাকী দোলনা দোল খায়।

অথচ তুমি নেই, তুমি নেই, কোত্থাও!



চারদিকে অন্ধকার ঢেউ খেলে-

অদূরে আলোর আভাষ

তোমার ছায়ার কাছে নতজানু নক্ষত্র!

তুমি আমার কাছে নেই, পাশে নেই।



তোমার চোখের পাঁপড়িতে

আমার সমস্ত দুনিয়া হারিয়ে গেছে।

নস্যাৎ হয়েছে সকল মিছিল।

তোমার একমুখ হাসির জন্য

প্রয়োজনে হরতাল হবে সৌরজগতে।



তবু স্বর্ণলতা, সামান্য অনুগ্রহ করে,

ভালবাসা না হোক,

একটু করুণার হাসি অন্তত

আমার জন্যে রেখো।

তারপরেই আমার মৃত্যু হোক!



'মরতে রাজি'

সন্ধি মুহিদ - ৮ আগস্ট '১৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: তবু স্বর্ণলতা, সামান্য অনুগ্রহ করে,
ভালবাসা না হোক,
একটু করুণার হাসি অন্তত
আমার জন্যে রেখো।
তারপরেই আমার মৃত্যু হোক!

সুন্দর। স্বর্ণলতা ভালবাসার হাসি হাসুক।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালবাসার মানুষরা ভাল থাকুক--- সে যেখানেই থাকুক না কেন -- বড় প্রেম শুধু কাছেই টানে না -- ইহা দূরেও ঠেলিয়া দেয় ----

৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
তবু স্বর্ণলতা, সামান্য অনুগ্রহ করে,
ভালবাসা না হোক,
একটু করুণার হাসি অন্তত
আমার জন্যে রেখো।


হুম....।

ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.