![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র বাজে তিনটা তিরিশ,
বুকের ভেতর শিরিষ কাগজ দিচ্ছে ডলে,
যাচ্ছে জ্বলে বুকের ভেতর।
অষ্টপ্রহর জেগেই থাকি,
হাতটা রাখি বুকের মাঝে,
সকাল সাঁঝে কান্না আসে।
আমার পাশে নেই আর তুমি,
মরুভূমি নিয়ে কাটাই দিন রজনী,
বুকে ব্যথার খঞ্জনীটা বেজেই চলে।
৩০/৮/১৪
'রাত্রি তখন তিনটা তিরিশ'
সন্ধি মুহিদ
©somewhere in net ltd.