নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কাব্যোমা ৩০

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

১.

জীবন যদি অসহ ঠেকে, প্রণয়িনী তুমি ডুব দিয়ে যেও।

আমার ঠোঁটে বিষের সাগর; বিষে হবে বিষক্ষয়।



২.

শূন্য চায়ের কাপ, তার তলানীতেও ভ্রম হয়,

যেন সেখানেও তোমার ছায়া দেখি, হে দেবী!

তুমিই সর্বব্যাপী, আমি পরম পূজারী তোমার।



৩.

পথের পিঁপড়ে আজ ঈশ্বর হয়ে গেছে।

ডিএনএ'র ভেতর গিজগিজ করে কবিতা।



আমি একটুও বুঝি না, ক্যানো যে এমন লাগে!

পথে পথে টহল দেয় প্রাক্তন প্রেমিকার প্রেমিক।

আঙুল নিশপিশ করে পিঁপড়েটাকে থেতলে দিতে।



৪.

চায়ের কাপে চুবিয়েছি বরফের চাঁদ

চারপাশে উড়ে যায় বরফের ধোঁয়া।

চাঁদের রোঁয়ায় হাত ছোঁয়াতেই

অট্টকান্নায় ভেঙে পড়লো আকাশ।



৫.

প্রয়োজনে তুমি বিবর্ণ হও,

তখন আমি বর্ণান্ধ হবো।

আমি আর অন্য কোনো রঙ দেখতে চাই না,

তোমার রঙেই রঙিন হবে আমার পৃথিবী!

এই আমাদের সাদাকালো প্রেম।

বর্ণহীনতার মাঝেই সকল আলোর আভাষ-

সাদার বুকেই সাতরঙা সুখ।

এই আমাদের বিবর্ণ প্রেম







সন্ধি মুহিদ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
২ বেশি ভাল্লাগচ্ছে

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ।
শুভ রাত্রি :)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

দুখাই রাজ বলেছেন: ''কাব্যোমা ৩০'' ভালো লেগেছে ভাই ।

ভালো থাকবেন , ভালো রাখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.