নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কামান দেগে দগদগে বুক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

যাচ্ছে জ্বলে আমার বুকের ঘর-বসতি

দাও না বলে, কোন ওষুধে মিটবে জ্বালা!

বুকের বসত খুব যে খালি,

শূন্যতা তায় দিচ্ছে হানা।



নেই তো মানা, ভগ্নডানা ফেলে দিতে

জ্বেলে দিতে মনের ফিতে!

বারুদ জমছে বুকের কোণে,

তোমার ভিতে করতে আঘাত।



এ কোন প্রভাত অরুণ রঙে ডাকছে আমায়

করুণ কণ্ঠে বলতে যেন চাইছে কিছু।

তরুণ তরু পুড়ছে মরুর ঠোঁটের কাছে

লুকিয়ে আছে কে যে দূরের দারুণ মেঘে!



'কামান দেগে দগদগে বুক'

সন্ধি মুহিদ

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

আলম দীপ্র বলেছেন: হুম । ভালো কবিতা । ছন্দে ছন্দে পড়া হল ভাই ।
চতুর্থ ভালোলাগা ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: সন্ধি আসলেই দেখি সব পারে ! B:-) B:-)

কবিতা ভালো হয়েছে ।
ভালো থাকুন ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

বাংলার পাই বলেছেন: বাহ! চমৎকার।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো দগদগে বুকের কবিতাটি । :)

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫২

আবু শাকিল বলেছেন: বারুদ জমছে বুকের কোণে,
তোমার ভিতে করতে আঘাত। =p~

৯| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু বলেছেন: সেই :-B

১০| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: খুব ভাল লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.