![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে যেসব ক্রাইমগুলি হচ্ছে তার ধরন দেখে মনে হয় ইন্ডিয়ায় আছি অথবা হিন্দি ছবি দেখছি। সবশেষে আদিবাসি মেয়েটার 'ধর্ষন কাহিনী' পড়ে/দেখে মনে হচ্ছে
ইন্ডিয়া থেকে চাল,ডাল,পেয়াজ,মরিচ,গরু,গাড়ি ,ঘোড়া , সিনেমা আমদানীর সাথে সাথে
চলন্ত বাস-ট্রাক-গাড়ীতে 'নারী ধর্ষনের ট্রেণ্ড' ও আমদানী হলো !!
এ ঘটনায় নাকি ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ও আদিবাসী মেয়ে!! তুমি তোমার ইশ্বরকে ডাকতে শুরু কর যাতে গ্রেফতারকৃত রা কোনো রাজনৈতিক নেতার ' দুষ্টু ছেলে' না হয়। যদি হয় ,তাহলে বিচারের বানী নিভৃতে কাঁদবে কিনা জানি না তুমি যে সারাজীবন কেঁদে যাবে তা হলপ করে বলতে পারি।
২| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:০১
জনতার রায় বলেছেন: উপজাতিদেরকে আদিবাসী বলায় আমার আপত্তি আছে। বড়জোর ক্ষুদ্র নৃ গোষ্ঠী বলা যেতে পারে
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
অনিকেত১ বলেছেন: কেন ভাই?আদিবাসী বললে আমাদের বাঙ্গালীদের অধিকার খর্ব হয় ?
৩| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:০৪
মাঘের নীল আকাশ বলেছেন: উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কেন বারবার বলা হচ্ছে বুঝতে পারছি না। বাংলাদেশের একটি তরুনী ধর্ষিত হয়েছে এটাই প্রথম ও শেষ কথা। সে মারমা, খাসিয়া, ঘটি, নোয়াখাইল্যা, চাটগাইয়া, কালো, বেঁটে, লম্বা, ফর্সা সেটা জানা কি খুবই জরুরী?? নাকি তাঁদের ধর্ষণের বিষয়টি ভিন্ন?
৪| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:০৪
জনতার রায় বলেছেন: আদিবাসী হিসেবে তারা একবার প্রতিষ্ঠা পেয়ে গেলে তাদের নিরাপত্তার দায়িত্ব জাতিসংঘের হাতে চলে যাবে। সেই সুযোগ নিয়ে তারা যদি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে, তাহলে আর কিছু করার থাকবেনা
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৪০
এভারগ্রীণ আনোয়ার বলেছেন: আবার তরা মানুষ হ। আমরা সভ্য জাতি কি করে ???এই দেশে আইন আছে??