নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধু সন্ন্যাসী, আমি নষ্ট নই, আমি বিক্রিত নই।ভালবাসি তারে, আমি ঘুমাইলে যে আমারে জাগাইয়া রাখে!

একটু স্বাধীনতা

নাম জেনে ই কি কাউকে জানা যায়? উত্তরটা হবে \"না\" যদি সেই নামটি বাবা-মায়ের দেওয়া নাম হয়। কেননা তখন তো আমি অতি ছোট্ট ছিলাম, আমার স্বভাব, প্রকৃতি, ভালো লাগা, মন্দ লাগা, স্বপ্ন বা অপ্রাপ্তি ফুটে উঠার পূর্বেই শ্রদ্ধেয় নানুজান হুট করে সাত দিনের মাথায় আমার উপর একটা নাম ছেপে দেয় (মুস্তাফি কার্নিক আকিক)। আর আমি অনলাইনে এসে নিজে যখন সজ্ঞানে একটি নাম দিই (একটু স্বাধীনতা) নিজেকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে যাই, তবে কিন্তু আমি ব্যাপারটিকে হালকা ভাবে নিই না। আমার রাখা নামের বিন্দুতে কেও আতস কাচ দিয়ে সিন্ধুর গভীরতা খুঁজতে থাকবে। কারণ, আমার দেওয়া নামটি আমার অন্তর্লোক থেকে আসে যেখানে রয়েছে আমার হাজারো ভালো-খারাপ লাগার অনুভূতি, প্রাপ্তি-অপ্রাপ্তির অনুভূতি, সুখ-স্বপ্নের ভাবনা, রাগ-ক্ষোভের তীব্রতা, শুন্যতা-পূর্ণতার গল্প, কল্প-গল্প ভূবন কিংবা কাছে টানার-দূরে থাকার ছন্দ। ও ভাল কথা আমি কিন্তু কবিতাও লিখতে পারি, অবস্য আমার কবিতা কোথাও চাঁপা হয়নি। আর হবে কি করে? কোথাও কি চেষ্টা করেছি? কি ভাবছেন? ডায়রীতে লিখি আমার কবিতা? আরে না; ডায়রীতে তে লিখার কাজ সেদিন থেকেই ছেরে দিয়েছি, যেদিন থেকে আমার তার দেয়া ডায়রীর তেত্রিশ (৩৩) পৃষ্ঠা টা পরতে নিষিদ্ধ করা হয়েছে। এখন আর তার সাথে যোগাযোগ হয়না। কি জানি কি লিখা আছে ডায়রীর তেত্রিশ পৃষ্ঠায়। অনুমতি পেলেই পরে নিব। আমার সকল নিক নেইম সিলেক্ট করার ক্ষেত্রে বিশেষ কোন কারন আছে। বৃষ্টি ভাল বাসি, সেই সাথে সকালটাও ভালোবাসি। আবার বৃষ্টিতে ভেজা সকালটা আরো সুন্দর, এটা আরো পছন্দের। আমার বৃষ্টির স্মৃতিতে ভরা কৈশোর। আর রাত্রে জোনাকি এবং চাঁদ খুবই পছন্দ। চাঁদনী রাতেও আমি প্রায় প্রতিদিনই রাত ১ টা বাজার পরে ঘরে আসি। ভাবছেন কি করি এতক্ষন? আর কি? রাস্তায় একা একা হাটা-হাটি করি। মাজে মধ্যে চাঁদের সাথে নাহলে তাল গাছের সাথে গল্প-গুজব করি আর হাঁসা-হাসিঁ। সমুদ্র সৈকত খুব খুব খুবই প্রিয়, অবস্য এর স্বাদ এখনো মিটেনাই। আমি খুব বেশি ইন্ট্রোভার্ট টাইপের। নিজেকে সবসময় সবার কাছ থেকে আড়ালে রাখতে এবং আড়ালে থাকতে পছন্দ করি। এই কারণেই মুলত অর্ধেক ফেক নাম ব্যবহার করেছি। ফেসবুকে আইডি খোলার আগে থেকেই ভাবছিলাম কী নামে খোলা যায়। এর মাঝে কিভাবে যেন \'একটু স্বাধীনতা\' শব্দটা মনে পড়ে। ভালো লেগে যাওয়ায় এই নামে ফেসবুক আইডি খুলি। আমি যে খুব একা বা নিজের একাকীত্বতাটাকে বোঝানোর জন্য এমন নাম সেটা একদমই নয়, বরং আমি একা হতে চাই, পরিচিত মানুষজনদের কাছ থেকে দূরে কোথাও নিজের একান্ত জগৎটা নিয়ে নিজের মতো করে থাকতে চাই, এক অর্থে প্রত্যেকটা মানুষই একা কিন্তু আবার ঠিক একাও না! আমি সম্পূর্ণভাবেই একলা হতে চাই, সেই আকাংখা থেকেই এমন নাম। মানুষের জীবনটা হচ্ছে অনেকগুলো statement এর সমাহার। উপপাদ্যতে যেমন করে আমরা statement গুলোকে প্রমান করার চেস্টা করি। মানুষের জীবনেও আমরা অনেক কিছুই প্রমান করার চেস্টা করি। আমি আমি আমার লেখায় অনেক কিছুই প্রমান চেস্টা করি। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রমানের চেস্টা করি। আমি সাদাকে সাদা কালোকে কালো প্রমানের চেস্টা করি। আমার এই অবিরাম প্রমান করার চেস্টার নাম \"উপপাদ্য। আসলে নিজের অবস্থার সাথে কুনোব্যাঙের বেশ মিল আছে। দুটোরই জীবনের গন্ডি খুব সীমিত। তাছাড়া একসময় ভাবতাম ভার্চুয়াল জীবনটার সাথে বাস্তব জীবনটা মেলাবোনা। সেভাবেই ছিলাম অবশ্য অনেক দিন। তারপর কিভাবে যেন মিলে গেলো।\"ঘূণেধরা সমাজের আমি একজন ঘূণপোকা-ধংশ করে চলেছি নিজের সমাজ, রাস্ট্র, প্রিয়জনের ভালবাসা, স্বপ্ন। আমি প্রথমে অতন্দ্রিলা নাম দিয়ে নিক খুলছিলাম। কারণ ওই নামটা আমার খুব পছন্দ ছিল। তাছারা একটা বিশেষ কারণতো আছেই। আমি স্ট্রেইট ফরোয়ার্ড টাইপের মানুষ। সত্য কথা বলতে কোন দ্বিধা বোধ করি না। অনেকেই এই ব্যাপারটি জানে। তাছাড়া আমি চেয়েছিলাম যে ফেইজবুকে কেউ আমার আসল চেহারা না দেখুক। তাই নিজের স্ট্রেট ফরোয়ার্ড চারিত্রিক দিকটি কে প্রধান্য দিয়ে দিলাম। শুটকি, আমি আবার একটু চিকন, একটু না ঠিক পুরোটাই। নিজেকে ঠিক শুটকি মাছের মত লাগে। সে কারনে এই নাম দেয়া। কারণ পরে যদি কোন দিন মোটা হয়ে যাই পরেতো এই নামটা ভুলে যেতে পারি। যখন মনে হয় কোন বিষন্ন বালিকার হাত ছুঁয়ে দিচ্ছে কোন এক হলুদ প্রজাপতি, অথবা রৌদ্রক্লান্ত রেললাইনের ভাঙ্গা পুল পার হবার সময় বালিকার হাত কেউ ধরে রেখেছে পরম নির্ভরতার আশ্বাসে, বা ক্লান্ত বিকেলে ঝাপড়া কৃষ্ণচূড়ার নীচে বালিকার হাতে বেলীফুলের মালা দিচ্ছে কেউ বা ঘুম ঘুম ভোরে কেউ তার কপোল ছুঁয়ে দিচ্ছে আর বালিকার চারপাশ আলোকিত হয়ে উঠছে তখন মনে হয় আজ আমি কোথাও যাবো না। চুপচাপ স্বপ্ন দেখি তাই নির্লিপ্ত স্বপ্নবাজ! রহস্যময়ী কন্যা নামটা রহস্যের জালে থাকে লুকিয়ে রাখার চিন্তা থেকে উক্ত নাম রাখি। তবে সত্য যে, নারী মাত্রই রহস্যময়ী। অন্যমনস্কতার কারনেই আমি লাইফে বড় কিছু হারিয়েছি তাই তার সাথে সম্পর্ক তৈরি করে এই \"অন্যমনস্ক\" বিশেষণটি টানি। কাণ্ডারি অথর্ব কেন বলতে পারেন? একজন মানুষ তখনই অথর্ব যখন তাকে দিয়ে কিছু আশা করা যায় না। সব কিছু চোখের সামনে ঘটে যাবে কিন্তু নিরুপায় হয়ে বসে থাকবে। পরাজয় তার নিত্যদিনের সঙ্গী হয়ে বিষণ্ণতায় ভরিয়ে দেয়। জীবনে থাকে শুধু হিসাবের অংক না বেলাবার গ্লানি। আমিও নিজেকে তাই মনে করি। আমাদের দেশের সব চেয়ে হতাশা পূর্ণ একটি দিক হচ্ছে এই দেশে যোগ্য কাণ্ডারি বা নেতার অভাব। যারা ছিলেন তাদের প্রাণ দিতে হয়েছে। দিতে হয়েছে তাদের যোগ্যতার মূল্য রক্তের বিনিময়ে। সেই থেকে এখন পর্যন্ত এমন কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি যে যোগ্যতার সাথে দেশের হাল ধরবে। যারা হাল ধরেছেন তারা দেশের জন্য কোন মঙ্গল বয়ে আনেন নি। কিন্তু এই দুর্নীতি গ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কেউ নেই। সবাই অথর্ব, পরিণত হয়েছে অথর্ব জাতিতে। আজ তাই কাণ্ডারি অথর্ব হয়েছে। আর আমার কাল্পনিক ভালোবাসা হচ্ছে তাহসানের \'কাল্পনিক প্রেম\' শিরোনামের একটা গান। গানটা একসময় নানাবিধ কারনে আমার খুব প্রিয় ছিল, এই জন্য এই নাম। সীমার নামটা দিয়েছে যে আমাকে সবচাইতে বেশি ভালবাসতো, কিন্তু যতটা সে আমায় ভালবাসতো ঠিক ততটাই আমি থাকে Avoid করতাম, এখনো করি হয়তো অনেকটা ভালওবাসি। সব শেষে বলছি আমি গান পাগলা একজন মানুষ, সেই ঘুম থেকে উটে আবার ঘুমাতে যাওয়ার আগ মুহুর্ত পর্যন্ত গান শুনি আর নিজে যতটুকু পারি ততটুকু করি। হয়তো আপনি যখন আমার About টা পরতেছেন তখনও আমি গান শুনতেছি বা নিজেই গাইতেছি। আমি সব সময় যাদের গান শুনি তাদের ক্ষুদ্র একটা তালিকা তৈরি করেছি। আর তালিকা টা আপনাদের জন্য নয়, তালিকা মুলতো আমার জন্যই, আমি কাদের কাদের গান বেশি গাইতাম বা শুনতাম বয়ষ বাড়লে যদি ভুলে যাই। Bangla:- 1-Arijit Sing, 2-Anupam Roy, 3-Artcell, 4-Asif Akbar, 5-Arnob, 6-Ashes, 7-Aurthohin, 8-Ayub Bachchu, 9-Azam Khan, 10-Bappa Majhumder, 11-Balam, 12-Bari Siddique, 13-Bhoomi, 14-Chirkutt, 15-Dhruba, 16-Habib Wahid, 17-Hridoy Khan, 18-James, 19-Joler Gaan, 20-Khalid, 21-Lalon Githy, 22-Manna Day 23-Mehreen, 24-Milon Mahmoud, 25-Minar Rahman, 26-Nachikata, 27-Nazrul Githy, 28-Parvez, 29-Rafa, 30-Rabindro Sangith, 31-Safin Ahmed (Miles), 32-Shahrid Belal, 33-Shireen Jawad, 34-Shawon, 35-Shironamhin, 36-Sonu Nigam 37-Tanzib Sarwar, 38-Tahsan Khan, 39-Tausif, 40-Topu. English:- 1-Adele, 2-Akcent, 3-Akon, 4-Arash, 5-Avril Lavigne, 5-Bryan Adams, 6-Celine Dion, 7-Chris Brown, 8-David Taweri, 9-Elton John, 10-Enrique Eiglesius, 11-Guns n Roses, 12-Hellena, 13-Jay Sean, 14-Justin Bieber, 15-Katy Perry, 16-Kenny Rogers, 17-Lana Del Rey, 18-Leonard Cohen, 19-Linkin Park, 20-Madonna, 21-Michael Jackson, 22-R.Kelly, 23-Rachel Platten, 24-Shakira, 25-Shayne Ward, 26-Whitney Houston. Hindi:- 1-Abhijeet Bhattacharya, 2-Adnan Sami, 3-Alisha Chinai, 4-Alka Yagnik, 5-Anuradha Paudwal, 6-A. R. Rahman, 7-Arijit Sing, 8-Asha Bhosle, 9-Atif Aslam, 10-Chinmayi Sripada, 11-Ghulam Ali, 12-Hariharan, 13-Hemanta Kumar Mukhopadhyay, 14-Himesh Reshammiya, 15-Jagjit Singh, 16-Karthik, 17-Kavita Krishnamurthy, 18-Kishor Kumar, 19-K. J. Yesudas, 20-Krishnakumar Kunnath (KK), 21-K.S. Chithra, 22-Kumar Sanu, 23-Kunal Ganjawala, 24-Lata Mangeshkar, 25-Manna Dey, 26-Mahalakshmi Iyer, 27-Mohammed Rafi, 28-Mohit Chauhan, 29-Mika Singh, 30-Mukesh, 31-Niraaj Shreydhar, 32-P. B. Sreenivas, 33-P. Susheela, 34-Rahat Fateh Ali Khan, 35-Rekha Bhardwaj, 36-Sanam, 37-Shaan, 38-Shankar Mahadevan, 39-Shilpa Rao, 40-Shreya Ghoshal, 41-S. Janaki, 42-Sonu Nigam, 43-S. P. Balasubrahmanyam, 44-Sujatha Mohan, 45-Sunidhi Chauhan, 46-Sukhwinder Singh, 47-Udit Narayan, 48-Usha Uthup, 49-Vani Jayaram, 50-Vijay Prakash.

সকল পোস্টঃ

ভালবাসা

০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১০

একটু আগে আমার এক ভিজ্ঞ বন্ধু আমার কাছে প্রশ্ন রেখেছে আমার কাছে, “তোমার কাছে ভালবাসার মানে কি?, ভালবাসা কাকে বলে?” হয়তো বা তার এমন ধারনা হয়েছে যে আমি ভালবাসার...

মন্তব্য০ টি রেটিং+০

মরিছা

০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:১৪

কখনো ভুল করে, ভুল ভেবে,
ভুলে ভরা ভেলায় জীবনের নীল সমুদ্রে,
ভুল পথে অগ্রসর হবার
দুঃসাহস দেখিয়েছিলাম।
উদ্ভাবন করতে চেয়েছিলাম নতুন কোনো ঠিকানা,
যা ভুল করেও কোনো অভিযাত্রী
আবিষ্কার করার চেষ্টাও করেনি।
অনেক আগেই...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.