নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানজিদ০২

সানজিদ০২ › বিস্তারিত পোস্টঃ

হিমু..............

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

‎-এই জে ভাই, আপনের নাম হিমু না ?



-জি না জনাব, আমার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আমি নদিয়া দখল করতে এসেছি। আপনি কি ওই বজ্জাত লক্ষণ সেনকে দেখেছেন ? সে কোথাও ঘাপটি মেরে আসে



-ওই মিয়া ফাইজলামি করেন ? ফাইজলামি বাইর হইব। চলেন অহন ..

...

-েকাথায় যাব ?



-ওস্তাদে আপনেরে ডাকছে



-কে সে মহা ওস্তাদ ?



-ফাইজলামি করিয়েন না ? চলেন্, গেলেই টের পাইবেন ..



আমার কেন জানি মনে হল এই লোকটাকে আমি চিনি, এবং যার সাথে আমি দেখা করতে যাচ্ছি তাকেও আমি চিনি। তার নাম আঙুল কাটা জগলু... তাই কি ?

....................................চলবে???

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আমার শৈশব বলেছেন: B:-) B:-) =p~ =p~ =p~

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

১১স্টার বলেছেন: চলুক

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: এক কাজ করেন মজার মজার অংশ গুলো হুবহু তুলে দিন । অথবা নিজে এডিট করে একটু যোগ বিয়োগ করে দেন কিন্তু কতিপয় আবালের মত নিজেই আরেকটা হিমু লিখেফেইলেন না

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

মাক্স বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: এক কাজ করেন মজার মজার অংশ গুলো হুবহু তুলে দিন । অথবা নিজে এডিট করে একটু যোগ বিয়োগ করে দেন।
এইডাই করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.