![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চুলে একটু হাত বুলোতে দেবে,
কতদিন হয়ে গেল.....
তোমার চুলের ফরাসে....আমি হাত বুলোই না।
... হাত থেকে বুঝি ওর গন্ধও উবে গেছে।
তোমার চোখে একটু চোখ রাখতে দেবে,
বহু সন্ধ্যা পেরিয়ে গেছে....
আমার চোখে....তোমার ছায়া পড়ে না।
চোখ থেকে তোমার ছবি ও বুঝি মুছে গেছে।
তোমার কাধটা একটু ছুয়ে দেখতে দেবে,
কত বিকেল কেটে গেছে....
তোমার কাধে....আমার নিঃশ্বাস পড়ে না।
সে শুধু স্মৃতি কেন বাস্তব হয় না।
তোমার ঠোটে একটু আদর করতে দেবে,
নিখুত অন্ধকার চলে গেছে......
আমার বিশুক্ষ ঠোটে....তোমার অধরের ছাপ পড়ে না।
সে অনুভুতির বুঝি মৃত্যু হয়েছে।
আমার বুকে একটু মাথা রেখে ঘুমোবে,
ক্লান্ত দুপুরের রোদ জমে গেছে......
বুকের জমিনে নিষ্পাপ দেহ.....আশ্রয় খোজে না।
তা বুঝি শুকিয়ে খটখটে হয়ে আছে।
আমার হৃদয় এ একটু উকি মেরে দেখবে,
অনন্ত কাল ধরে তুমি বসে আছো.......
আজ ও সেখানে হাত রেখে....আমি তোমার গান শুনি।
ভালবাসা না হোক তোমার কষ্টে সে আমূল ভরে গেছ.........???
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
সািহদা বলেছেন: ”তোমার চুলে একটু হাত বুলোতে দেবে,
কতদিন হয়ে গেল.....
তোমার চুলের ফরাসে....আমি হাত বুলোই না।
... হাত থেকে বুঝি ওর গন্ধও উবে গেছে ”
ভালো লাগলো .. চালিয়ে যাও ... সানজিদা আপু
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভাবাবেগ
হৃদয়ে দাগ কেটে যায়
শুভকামনা তায়
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
সানজিদ০২ বলেছেন: ???????