![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
@@@@@@@@@
টুকরো টুকরো অনুভূতি!
টুকরো টুকরো ভাললাগা!
টুকরো টুকরো স্মৃতি!
টুকরো টুকরো ভাবনা!
হঠাৎ কেন যেন একত্র হয়ে যায়...
... হঠাৎই মনে হয়.. এই বুঝি ভালবাসা.....
ভালবাসিও হয়তো তাকে... খুব
তারপর...
একদিন যায়...
দু্ই দিন যায়...
যায় আরো কিছু দিন..
মনে হয় জীবনের সবসুখ আমার কাছে...
মনে হয় পৃথিবীতে আমারই প্রাপ্য-বিজয় !
মনে হয় জীবনের সব রহস্য আমার কাছে উন্মোচিত!
মনে হয় ভালবাসার সমস্ত শক্তি আমার হাতের মুঠোয়!
এক টুকরো অনুভূতি!
এক টুকরো ভাললাগা!
এক টুকরো স্মৃতি!
এক টুকরো ভাবনা!
হঠাৎ কেন যেন টুকরো টুকরো হয়ে যায়...
হঠাৎই মনে হয়.. এই বুঝি দ্বায়ীত্ববোধ.....
কিন্তু মন তো অবুঝ..
সেতো দ্বায়ীত্ব নিতে শিখেনি..
তাই মনে হয়.. আমি তার যোগ্য নই!..
তারপর...
একদিন যায়...
দু্ই দিন যায়...
যায় আরো কিছু দিন..
মনে হয় জীবনের সব বাঁধা আমার কাছে... (এসেছে)
মনে হয় পৃথিবীতে আমারই প্রাপ্য নয়- ওকে !
মনে হয় জীবনের সব রহস্য আমার কাছে অযাচিত!
মনে হয় ভালবাসার সমস্ত ব্যার্থতা আমার হাতের মুঠোয়!
আর আমি একজন অযোগ্য প্রেমিক হয়ে..
কি করে তাকে নিজের করে চাইতে পারি..???
যে অমূল্য জিনিসের মূল্য আমি দিতে পারবো না..
তাকে পাওয়ার অধিকারও আমার নেই
হয়তো ভালবাসা এমন যুক্তি মানে না...
তবু মেনে নিতে হয়..
হয়তো আমি ভালবাসতে জানি না...
(কিংবা অনেক ভালবাসি বলে...)
তার থেকে দূরে সরে গিয়ে তাকেই পাবার অপেক্ষায় থাকি!
এভাবেই জন্ম হয় অসমাপ্ত ট্রাজেডীর ..
একটি বিরহীত ভালবাসার (বাকী থাকা) গল্প
...........continew.......???
©somewhere in net ltd.