![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি তরুনী ছিলাম..
তখন তুমি বিড়াল পছন্দ করতে..
অথচ আমাকে ডাকতে ইঁদুর বলে!
একদিন আমি তোমাকে বললাম..
”আচ্ছা তুমি কি আমাকে ঘৃণা করো..?
(তোমার না ইঁদুর অপছন্দ?)”
তখনো আমি ছেলেদের বুঝতে শিখিনি...,
তুমি অদ্ভুত একটা হাসি হেসে বললে..
... “বোকা মেয়ে! কিছু বোঝে না!”
আজ তুমি নেই!
হাড়িয়ে গিয়েছ.. দূরে ! অজানা দূরে.. !
আজ শরতের কাশফুল কে জোছনার আলো ফেলে
স্থির হয়ে আমি দেখেছি!
আর হঠাৎই জানতে পেরেছি..
কুচ্ছিতের সােথও ভালবাসা হয়...
(যদি সেখানে তোমার সুন্দর মনটা থাকে..!)
আজ থেকে আমি আমি নই...
তুমি হয়ে গেলাম!
আর তোমাকে খুঁজবো না..
বয়ে চলা নদীর তীরে..
শিউরে ওঠা শিশিরের ঘুমে..
ঝরে পরা পথের পাঁপড়িতে...!
আজ ভাবতে অদ্ভুত লাগে..
আমিই তুমি.. তুমিই আমি!
(বিড়ালই ইঁদুর.. ইঁদুরই বিড়াল!)
ভালবাসলে মানুষ মনকে বদল করে..
আর হািরয়ে যাবার পরও টিকে থাকে
নতুন অস্তিত্ত্বে!! নতুন চেতনায়!!
{তুমিও টিকে আছো তেমনি..}
[আমার মাঝে]???????????????
.
.
.
.
.
[{( কবিতাটা যারা বুঝবেন না.. তাদের জন্য বস্তা পঁচা কবিতা.. :p ) আর যারা প্রিয়োজনকে হারিয়েছে.. তাদের মধ্যে যারা এই কবিতাটা বুঝবে.. তাদের জন্য কবিতাটা অকারণে ভাল লাগার মত কবিতা.. :-)
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
দূলভ বলেছেন: বড়ই চরম আখ্যান কবিতা
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
অরনন বলেছেন: you are really fall in love. yes...../...
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
সানজিদ০২ বলেছেন: yah............relyyyy i fall in love...........???
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
সানজিদ০২ বলেছেন: __________???