![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা এই স্ট্যাটাস্টি দেখছেন,
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ
দয়া করে এই স্ট্যাটাসটি অনলাইনের
প্রতিটি স্থানে ছড়িয়ে দিন। যদি এর
আগে এই মেসেজটি ছড়িয়ে থাকেন,
তবে আবারো দিন দয়া করে। জামায়াত-
শিবির দুটো পন্থায় আন্দোলন
থেকে মানুষের সমর্থন সরিয়ে দেয়ার
চেষ্টা করবে:
১. জামাত-শিবির শাহবাগ
চত্বরে কোরান শরীফ পোড়ানোর
ব্যবস্থা করে এটির দায়
দেবে শাহবাগের আন্দোলনকারীদের।
ধর্মপ্রিয় সাধারণ মানুষের
মনে গণমানুষের এই
আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এই
ব্যবস্থা করতে যাচ্ছে জামাত-শিবির।
এতে স্বভাবতই ধর্মপ্রাণ মানুষেরা আহত
হবেন। সকল দেশপ্রেমিক
যোদ্ধাকে অনুরোধ, শাহবাগ চত্বর
কিংবা দেশের
যেকোনো অঞ্চলে কাউকে এমন কোনো কাজ
করতে দেখলে তাকে ধরে সাথে সাথে পুলিশে সোপর্দ
করুন। এবং নিশ্চিত থাকুন
এটা স্বাধীনতাবিরোধীদেরই কাজ।
২. শাহবাগ অঞ্চলে নারী নির্যাতন
ইত্যাদি ইস্যু তৈরি করে তারা চেষ্টা করবে সাধারণ
মানুষকে আন্দোলন থেকে ফেরানোর। এই
চেষ্টা তারা বেশ আগে থেকেই করছে।
সাধারণ মানুষ বিভ্রান্ত হয়নি। সতর্ক
থাকুন। যেকোন অপ্রীতিকর ঘটনায় সবার
আগে ভেবে দেখুন, শাহবাগ আন্দোলন
ক্ষতিগ্রস্ত
হলে তাতে কাদের লাভ? নিজের
বুদ্ধিমত্তায় আস্থা রাখুন। এই আন্দোলন
আমাদের। জামাত-শিবিরের ঘৃণ্য
কুটবুদ্ধির খেলায়
আমরা কি হেরে যাবো? আমরা কি বোকা?
Dhaka Police hotlines: 999,
9551188, 9559933
(সৌজন্যেঃ শাহবাগ আন্দোলন
Shahbagh Movement)
©somewhere in net ltd.