| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঞ্জয় সাঞ্জু
আমি সঞ্জয়, সবাই ছোট করে সাঞ্জু ডাকে, খুবই সাধারন জীবন যাপন করি। বাংলায় লেখা সবকিছুই পড়তে ভালবাসি, আর কবিতা লেখতে খুব ভালবাসি, যদিও তেমন একটা ভালো হয় না, তারপরো লেখি।
নীরব রাত্রির ওই ঝি ঝি পোকার ডাক
বেঁচে থাক অনন্ত কাল অবধি
রাত্রির আকাশে ফোটা অগণিত তারা
তার সাথে শুভ্র গাংচিলের ডানার মতো
ভেসে চলা সাদা মেঘের পর্দার আড়ালে
চাঁদ যেনো লজ্জায় হাসে
কবির প্রেম পূর্ণতা পায়
ঝর্ণাকলমে ডাইরিতে লেখা কবিতায়
নিশকালো অন্ধকারে পথিক ছুটে চলে
রাত্রির শীতল বাতাসের সঙ্গে
পৃথিবীর বুকে আজ
এক নতুন রাত্রির জন্ম হবে
নতুন মহিমায় নতুন রঙ্গে।।
©somewhere in net ltd.