| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঞ্জয় সাঞ্জু
আমি সঞ্জয়, সবাই ছোট করে সাঞ্জু ডাকে, খুবই সাধারন জীবন যাপন করি। বাংলায় লেখা সবকিছুই পড়তে ভালবাসি, আর কবিতা লেখতে খুব ভালবাসি, যদিও তেমন একটা ভালো হয় না, তারপরো লেখি।
আমি ভালো আছি, তুমি ভালো আছো, এইভাবে সবাই আছি ভালো থাকার খেলায় মত্ত । সারাটাদিনই আমরা প্রত্যেকে যে যার মতো করে ভালো থাকার অভিনয় করে বেড়ায় । প্রতিনিয়ত নিজের মনকে বারবার বুঝায় যে আমি বেশ ভালোই আছি । দিনশেষে যখন সবাই যে যার যার মনের কাছে প্রশ্ন রাখি আমি কি সত্যিই ভালো আছি তখন মন ঘুরেফিরে একটা উত্তরই দেয়. . ."আমি ভালো নেই" !!!
©somewhere in net ltd.