| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঞ্জয় সাঞ্জু
আমি সঞ্জয়, সবাই ছোট করে সাঞ্জু ডাকে, খুবই সাধারন জীবন যাপন করি। বাংলায় লেখা সবকিছুই পড়তে ভালবাসি, আর কবিতা লেখতে খুব ভালবাসি, যদিও তেমন একটা ভালো হয় না, তারপরো লেখি।
অনেক দিন গত হয়েছে প্রেয়সী
হয়নি তোমায় নিয়ে কিছু লেখা
অসমাপ্ত রয়ে গেছে সে রচনা
যার হয়নি এখনো সূচনা।
বহু বর্ষ গত হয়েছে প্রেয়সী
দেওয়া হয়নি তোমার খোপায়
গেঁথে কোন ফুল
হয়নি ছোয়া ওই এলোকেশী চুল।
বহু সময় গত হয়েছে প্রেয়সী
শোনা হয়নি তোমার গান
আজো গান শোনার আশায়
বাতাসে পেতে রেখেছি কান।
বহুকাল গত হয়েছে প্রেয়সী
হয়নি দেখা তব হাতে আঁকা
ক্যানভাসের কোন ছবি
তব জন্য আজ হয়েছি আমি
ঝরা পালকের কবি ।।
©somewhere in net ltd.