নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।

সানোফি মহিন › বিস্তারিত পোস্টঃ

আমি পরিছন্ন এক বাংলাদেশের স্বপ্ন দেখি

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১

ঘরের কোথাও কোন ময়লা থাকলে আমরা সেটা তুলে ডাস্টবিনে ফেলি...
কেন ফেলি... কারন ঘরটা আমার আমাদের, এটাতে আমরা থাকি। তাহলে দেশটাকে কেন আমরা আমাদের ভাবতে পারি না?
আমরা কি এই দেশে থাকি না?
অবশ্যই থাকি... আসুন দেশের জন্য না হোক, নিজের জন্য ভেবে, নিজের হাতের ময়লাটুকো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি!!

দেশকে আমরা বদলাতে পারবো না, আমরা নিজেরা বদলে যাই। দেশ তার নিজ থেকেই বদলে যাবে। বদলে যাওয়ার শুভ সূচনায় আপনাকে স্বাগতম!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: সানোফি মহিন ,



আপনার এই আকাঙ্খা কারো চোখে পড়লেও তার মর্ম কেউ বুঝবেন কিনা , ভয় হয় !
বদলে যেতে বলেছেন । এরকম বদলে যাওয়ার কথা হর-হামেশা শুনি কিন্তু দুঃখের বিষয় হ'ল আমরা কেউ ই নিজেকে ভালোবেসে পজিটিভ পথে বদলে যেতে চাইনে । যা কিছু বদলে যাওয়া আমাদের তা সবই অকল্যানের পথে, নিজস্ব স্বার্থের জন্যে ।

প্রার্থনা, আপনার মনোঃষ্কামনা যেন পূর্ণ হয় ।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮

সানোফি মহিন বলেছেন: পরম করুনাময় আপনাকে তার মঙ্গলময় হাতে স্পর্শ করুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.