নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।

সানোফি মহিন › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তায় বাংলার সিংগহাম খ্যাত ট্রাফিক পুলিশ

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৬

কদিন আগে তেজগাঁও-বিজয়সরনী ফ্লাইওভারের উঠার রাস্তায় এক লোকের বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। সাম-হাও তেল শেষ হয়ে যায় ব্রিজের উপর উঠার আগেই। লোকটা বাইক ধরে কাইত চিত করে শুইয়ে নানা কসরত করে দেখলেন স্টার্ট নেয় কিনা।

বাট এলাস, কিন্তু হায় বাইক আর স্টার্ট নিলো না।
তিনি ব্রিজে না উঠে গাড়ি ঘুড়িয়েই ১০০মিটার পিছনের পাম্পে যাবেন মনস্থির করলেন।
গাড়ি ঘুড়াতে দেরী সাইড লাইনের বাইরে বসে দৃশ্য দেখা বাংলা সিনেমার সেই "আইন নিজের হাতে তুলে নিবেন না" প্যাটেন্ট করা আমাদের জনগণের বন্ধু বাংলাদেশের সিংগহাম খ্যাত ট্রাফিক পুলিশের একজন আসিয়া তার গতিরোধ করিলো।
হাতের লাঠির ইশারায় তাকে গাছতলায় নিয়ে, বাইকের কাগজ চাইলো...
আমি ভাবলাম বাইকের কাগজ দেখলে আবার তেলের খালি টাংকি ফুল হইয়া যায় কিনা... নতুন টেকনিক!!

ওমা দেখি উনি উনার পজ মেশিন নিয়া নাড়াচাড়া দেয়া শুরু করলেন উল্টো পথে গাড়ি চালানোর মামলা দিতে।

এই দেশে বাংলাদেশ পুলিশের রচিত সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে "পুলিশ জনগণের বন্ধু!"
এইরকম মারা সারা দেয়া বন্ধু আমি জীবনে ২য় দেখি নাই। মাঝপথে গাড়ি/বাইকের তেল শেষ হওয়ার মত মানসিক অশান্তি কখনো এই মানুষগুলো হয়তো পায়নি...
পেলে তেলের ব্যবস্থা না করে লজ্জাকে পাশ কাটিয়ে মামলার মত অমানবিকতা দ্বার ওরা হয়তো ধরতো না।

এর নাম কি স্বাধীনতা?
এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৭

হাসান জামাল গোলাপ বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০১

বিটপি বলেছেন: হাসান জামাল গোলাপ বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫

অধীতি বলেছেন: মামলা দিলে কিছু উপার্জন হয় মনে হচ্ছে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

বাকপ্রবাস বলেছেন: দেশের বড় শত্রু রাজনীতি। রাজনীতি এমন এমন অন্যায় লালন করে তায় এগুলো চলে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

শেরজা তপন বলেছেন: যে যেমনে সুযোগ পাছে সবাই আমরা স্বাধীনতার যথেচ্ছ অপব্যাবহার করছি। ট্রাফিক পুলিশ মানে সার্জেন্টগুলো ভয়ঙ্কর টাকা লোভী।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: পুলিশ মানেই বাড়তি ঝামেলা। হোক সে ট্রাফিক, সার্জন বা থানার ওসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.