নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।
সুদূর ডলার সমৃদ্ধ দেশ আমেরিকায় এক রূপবতী তরুনী বসবাস করেন।
সুখে শান্তিতে আছে।
সুখে-শান্তিতে থাকুক, এই প্রার্থনা করি। এই তরুনী আমার ভীষণ পরিচিত, হয়তো আপনাদেরও পরিচিত। একটা সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম, চমৎকার একটা সু-সম্পর্ক ছিলো। কোন এক রাতে তার মনে হলো, ভালো থাকার তাগিদে সে সম্পর্কটা এগুনো আর উচিত হবে না...
সেখানেই পরিসমাপ্তি হলো।
হঠাৎ তার পরদিন অফিসে এসে মনে হলো, "না... সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত!"
এবার সবার ভালো থাকার তাগিদে সে সম্পর্ক আর আমি এগুতে দেইনি।
মার্কিন মূলকে বসা এই রূপবতী তরুনীর এক বান্ধবী আমাকে প্রায়ই বিভিন্ন ছবি টবি দেখায়।
আমার ধারনা সে তার বান্ধবীকে টার্গেট-ফার্গেট দিছে, আমারে ছবি দেখায়ে হতাশ করতে পারলে হয়তো তার আমেরিকার ভিসা-টিকেট কনফার্ম হইবে। কিন্তু আমার তো নাটক কইরাও আফসোস আসে না..
হে জাতি,
তোমরা বলো, আমি এখন কি করতাম???
©somewhere in net ltd.