![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই নিকোটিন গ্রহন করে বুঁদ হয়ে। কেউ কেউ নিকোটিন জ্বালায়! কেউ কেউ পুড়িয়ে ছাই বানায় দাঁত মাজার জন্যে। সে ভাবে এভাবেই একদিন পৃথিবী থেকে সব নিকোটিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আসলে এক দিন সে নিজেই ছাই হয়ে যায়।
নিকোটিন বিলীন হোক আমি চাই! আমি চাই! কোন এক প্রান্তে কেউ একজন সবার সামনে নিকোটিন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে নিকোটিন কে সে ভালবাসে বলেই।
আর আমরা যাকে দেখে বলি ছিঃ ছিঃ ছেলেটা সিগারেট খায়। ছেলেটা তখন মুসকি হাঁসে মানুষের এই ছিঃ ছিঃ দেখে।
এমন ছেলে পৃথিবীতে অনেক আছে, কোনদিন হয়তো তার সাথে কারো দেখা হয়না কারো সাথে আবার আলাপ হয়। অজান্তেই হয়তো দশ জনের মতো তার কবরে এক মুঠো মাটি দেয়া হবে । কোন দিন জানা হবেনা এই ছেলেটিই সেই ছেলে ছিল, যে নিকোটিন জ্বালিয়ে পুড়িয়ে নেশার পক্ষে যুদ্ধ করে গেছে। নিজেকে করেছে ছাই!!!
#সনেট_সেন্টু
©somewhere in net ltd.