![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
হৃদয়ের গহীনে কিসের প্রভা
ব্যকুলতার হাতছানিতে
কিসের এই নিরবতা?
দৃষ্টি গভীরে ওষ্ঠের ঐ তীরে
ফুটে ওঠে এ-কি নিলিপ্ততা
শুধুই কি বাস্তবতার খাতিরে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
পথিক যেমন অতৃপ্ত মনে
এতটুকু নিঃশ্বাস
বেলাভূমির আস্তরণে
খুঁজে কি পাও আপন মনে
তোমার দীর্ঘশ্বাস।
শুধরে নিও ঢেউয়ের তালে
জী্বন নায়ের পালে পালে
আগামীর পথ চলার
অবিরল বিশ্বাস।
©somewhere in net ltd.