![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
আমবশ্যায় চাঁদ তুমি
বর্ষায় কর নিনাদ
ঝরো অঝোরে।
গ্রীষ্মেতে যাও পুড়িয়ে
পাহাড়, নদী-ঘাট
শরতে আসে দেবী হয়ে
নিয়ে অপরূপ সাজ
হেমন্তে তোমায় দেখি লক্ষী টেরায়
পিঠা আর পার্বনে;
শীতে যাও কাঁপিয়ে
ব্যাথা পাওনা আনমনে
বসন্তে দাও ভাসিয়ে
মিলনের আবেগে
তুমি এমনি কেন? কেন নও আমার করে
কেন তুমি নিজের মত করে।
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ! সময় করে পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৩
বটের ফল বলেছেন: দারুন হয়েছে।
একগুচ্ছ প্লাস।
++++++++++