![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
আজ শুধুই তোমাকে মনে পড়ে
স্মৃতিটুকু অম্লান হৃদয়ও পটে
তুমি নেই পাশে? তবু আছো হৃদয়েরও কাছে!
এসো না বৃষ্টিতে নামি
তোমাতে-আমাতে হই একাকার!
হৃদয় বীণায় আর বাজবে না হাহাকার।
চোখ মেলে দেখ হৃদয়ের জানালায়
প্রসারিত করো দু'হাত
বুক ভরে নাও শ্বাস
পাবে তোমার হারানো আশ্বাস!
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: