নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

নামকাওস্তে শিক্ষিত (৭০%) জাতি হইলে যা করা যায় তা হইলো ভুদাই বানায়া পাবলিকরে শরবত বলে কেরোসিন মুখে দিয়ে গেলানো যায়

১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৪

সরকার থেকে বলা হইতেছে বিশ্ববাজারে তেলের মুল্য বৃদ্ধি হইয়াছে বিধায় আমরা দাম বাড়াইয়াছি। ব্যাপারটা আসলে জনগণের সাথে মসকরা বৈ কিচ্ছু না। কারণ বিশ্ববাজারে তেলের দাম নিম্নগামী। তাহলে বুঝা যাইতেছে সরকারের বিপিসি মহাশয়েরা এতদিন আমাদের সাথে মশকরা করতেছিল। চিপায় উনারা আমাদের থেকে অর্থ বৈদেশে পাচার কইরা নিতেছিল এবং নিতেছে এখনো।

বর্তমান মুল্যঃ
বিশ্ববাজারে লিটার প্রতি তেলের দাম হইতেছে শুন্য দশমিক পাঁচ সাত যাহা এক ডলারের প্রায় অর্ধেক। (অপরিশোধিত তৈল)

পাবলিকের জন্য আমেরিকায় পেট্রোল এর দাম হইতেছে ১.১১ ডলার (২০২২ এর শুরুতে ছিল ৩০ সেন্ট তথা বিশ টাকারও কম, আমাদের ছিল ৮৬ টাকা :-& )
ভারতে ১.৩৩ ডলার
বাংলাদেশে ১.৪২ ডলার

আসল ঘটনা:
জনগণের রক্ত চুষে নেবার পরে আপনে কইতেসেন আপনি ভর্তুকি দিয়ে মাইনশেরে পালতেসেন? এইডা ক্যামনে কি? অন্যান্য দেশ নাকি ভর্তুকি দেয় না, শুধু বাংলাদেশ দেয়। তাইলে এত বেশি টেকা ক্যামনে হয় এখন?
ব্যাপারটা ত এমন না যে আপনে বিপিসি/সরকার ভারত থেকে ১ ডলার ৩৩ সেন্টে তৈল কিনতেসেন। আপনে ত কিনতেসেন বিশ্ববাজার থেকে, ঐখানে ত তেলের দাম এখনো এক ডলারের অর্ধেক।

তেল পরিশোধন খরচঃ
Cost to refine gasoline varies between $.40 and $.70 per gallon, depending on whether summer or winter formulas are being used. In the example above, the cost to refine gasoline is $.60 per gallon. The cost to refine diesel is $.49 per gallon.
এই হিসাবে গেলে সর্বোচ্চ ৭০ সেন্ট হয় এক লিটার পেট্রোল তেলের দাম যাহা বাংলাদেশি টাকায় = ৭০ বর্তমানে (আগে ছিল ৬০ টাকা)
নামকাওস্তে শিক্ষিত (৭০%) জাতি হইলে যা করা যায় তা হইলো ভুদাই বানায়া পাবলিকরে শরবত বলে কেরোসিন মুখে দিয়ে গেলানো যায়। সরকার এখনো কিন্তু ৬০-৮০ টাকার মধ্যেই তেল কিন্তএ পারতেছে কিন্তু অর্থ পাচার অব্যাহত রাখতে গিয়া জনগণের পুঃ দিয়া আইক্কাওলা বাঁশ ডলা দিতেছে। অবশ্য বাঙালি যে বুতলের জাত সে জানা আছে। এই জাতি কখনই উঠে দাঁড়াইতে পারবে না কারণ সেই মেরুদন্ড তিলে তিলে ভাইংগা দেওয়া হইয়াছে। (শিক্ষা ব্যবস্থা ধ্বংস, ফিকরা ভিত্তিক বিভক্তি, পুষ্য আমলা/সরকারী কর্মচারি ইত্যাদি ইত্যাদি)

এই নিবন্ধে তেল পরিশোধন এর হিসাব পাইবেন

তৈল এর দাম ২০২১ থেকে আগস্ট/২২ পর্যন্ত


বিশ্ববাজারে বেরেল হিসাব করে করা হই


এক বেরেল = ১৫৯ লিটার থেকে হিসাব করা যাক


নিউইয়র্ক এ তেল এর দাম



মাগার বাংলাদেশে জম্ম নিয়া আমরা এমন পাপ কুরিছি যে বিশ্বের সর্বাধিক রেইটে সেতু করিতে হইবে, রাস্তা করিতে হইবে, পারমানুবিক বিদ্যুত কেন্দ্র বানাইতে হইবে, বালিশ কিন্তে হইবে, বিল্ডিং করতে হইবে কিন্তু মানে হইতে হইবে সর্বনিম্ন।

মগের মুল্লুকের দিন শেষ হইয়াছে বহু আগে এখন চলতেছে উন্নয়নের মুল্লুক। হাঃ হাঃ হাঃ

ছবিসুত্র: ডেইলি স্টার বাংলা

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৬

নিরীক্ষক৩২৭ বলেছেন: বিভিন্ন নিউজ আর ইন্টারভিউ থেকে যা বুঝলাম সেটা হলো বিপিসি লাভ করছে ঠিকই , কিন্তু সরকার সেই লাভের টাকা নিয়ে বিভিন্ন প্রকল্পে ব্যয় করছে যে কারণে বিপিসির কাছে ভর্তুকি দেয়ার মতো টাকা নাই।

আর প্রকল্পের নামে কি হয় সেতো আমরা সবাই জানি। আল্লাহ আমাদের মন্ত্রী, এমপি, আমলাদের বেগম পাড়ায় আলিশান ঘরবাড়ি করার তৌফিক দান করুক, আমিন ছুম্মা আমিন।

আর আন্তর্জাতিক বাজারের হিসেবে যে পরিমান বাড়ায়েছে ইনশাল্লাহ তাদের নাতিপুতিদের দায়িত্বও দেশের জনগণ নিতে পারবে আশা করি, হাজার হইলেও তারা তো আমাদের জনপ্রতিনিধি। ভাগাড়ের মতো এই দেশে তারা আর তাদের পরিবারের যদি থাকা লাগে তাইলে জনসেবা কিভাবে করবে। এইটাই আপনারা বুঝতে চান না। :)

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭

জ্যাকেল বলেছেন: সমস্যা হইল এই হারামখোরের বাইচ্চাদের পেট ভরে না। তাও যদি পাচার না কইরা দেশের ভিতরে কিছু একটা করত তাও না হয় মন্দের ভাল ছিল। শুওরের ঘরের শুওরেরা খালি নিজের ভাগের চিন্তায় শ্যাষ। তাই লংকা কান্ড চলতেছে বংগদেশে।

২| ১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
অন্যান্ন দেশে সরকারি ডিপো হোক বেসরকারি ডিপো হোক যার যার তেল নিজেরাই ইমপোর্ট করে, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্রতিযোগিতামুলক মুল্যে বিক্রি করে, ভারতেও তাই। প্রাইস ডেইলি আপডেট হয়। লাফালাফি নাই।
বেসরকারিদের হাতে দিলে দুর্নিতির নামে সিষ্টেম লস থাকবে না, দামও রিজনেবল থাকবে, সরকারকেও বেতন দিয়ে এত বিশাল মাথাভারি আপদ পালতে হবে না।

সরকার অলরেডি এলপিজি সেক্টর বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে, প্রেট্রল ডিজেলও ছেড়ে দেয়া উচিত,
সবটা একবারে ছাড়তে পারবেনা অবস্য, আপাতত প্যারালাল ব্যাবস্থা রেখে পর্যায়ক্রমে এক এক করে ছেড়ে দিতে হবে।

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৯

জ্যাকেল বলেছেন: বেসরকারিকরণ করে বিমানে কি লাভ হইয়াছে? এইভাবে প্রাইভেটকরণ করতে থাকলে দেখা যাবে একসময় রাষ্ট্র বিচার আদালত সবই প্রাইভেট করে ফেলতে হবে

ভালু ত ভালু না।

৩| ১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই এখন ১ লিটার কেরোসিনের (ডিজেল) মূল্য
১১৪ টাকা, এই টাকায় ১০ গ্লাস সরবত খাওয়া যায়।
সুতরাং কেরোসিন নয় শরবত গেলানোই লাভজনক।

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩০

জ্যাকেল বলেছেন: আপনে ত ভাইগ্না এক সোয়া চামচ বেশি বুঝেন। তাই কি আর উত্তর দিয়াম!

৪| ১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব হিসাবের কথা বইলা কোনো লাভ নাই গুরু।

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩০

জ্যাকেল বলেছেন: লাভ আছে, চান্দি গরম থেকে ঠান্ডা হই।

৫| ১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

জুল ভার্ন বলেছেন: লুটেরাদের খপ্পরে আমজনতার ভাগ্য।

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১

জ্যাকেল বলেছেন: হক কথা বলতেও আবার সমস্যা। আপনাকে ধন্যবাদ ভাইসাহেব।

৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৪

কামাল৮০ বলেছেন: যুদ্ধের কারনে তেলের দাম অনেক কমে গেছে।যার জন্য ইউরোপের অনেক দেশে লোডশেডিং শুরু হয়ে গেছে।ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতির ভবিষৎ অন্ধকার।

১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:১২

জ্যাকেল বলেছেন: আপনার উচিত আপনার আসল শত্রু ইবলিসের চেলাটাকে খুইজা বাহির করা। ইসলাম আপনার শত্রু না, ইসলাম আপনার জন্য পথনির্দেশিকা।

৭| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনে ত ভাইগ্না এক সোয়া চামচ বেশি বুঝেন। তাই কি আর উত্তর দিয়াম!

মামু যদি বেশীই বুঝতাম; তাইলে কী
শিয়ালের কাছে মুরগী বর্গা দিতাম!

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৭

জ্যাকেল বলেছেন: আপনে বেশি না বুঝলে অন্য এক ব্লগারকে হতাশ হইয়া পোস্ট দিতে হইত না। সকল ব্লগার (রাজিব গান্ধী, সুনা মিয়া আর গোফ মিয়া ব্যতীত) আপনার ওপর নেগেটিভলি দেকিত না। আশা করি এখনু বুইজবেন নাহ।

৮| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১:০০

ককচক বলেছেন: সরকারের অজুহাত কোনো যুক্তিতেই গ্রহণ করতে পারছি না। মিডিয়ার তথ্যমতে, প্রতিবেশি দেশগুলোতে যখন জ্বালানির দাম কম ছিলো। সরকার তখন আমাদের কাছে বেশি দামে বিক্রি করে ৪২হাজার কোটি টাকা লাভ করেছে।
এখন দাম বাড়ায়, মাত্র ৮ হাজার কোটি ভুর্তকি দিয়েই দাম বাড়িয়ে দিছে; অন্তত ৪০ হাজার কোটি টাকা ভুর্তকি দিয়ে দাম বাড়ালে একটা কথা ছিলো।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৮

জ্যাকেল বলেছেন: কমিয়ে দেখার কোন সুযোগ নেই। সরকারে ভয়ংকর দেশবিরোধী লোকজন আছেন যাহারা বছরে কয়েক বিলিয়ন ডলার গচ্চা দিতে দেখেও কিছু বলছেন না।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৩

খাঁজা বাবা বলেছেন: একদল ছাগু পেছনে মোটা বাঁশ নেওয়ার পরেও বলবে, আহ! শান্তি! বেহেস্তে আছি।

১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৯

জ্যাকেল বলেছেন: হাঃ হাঃ হাঃ এদের দল্প্রেম দেখে আমার ভারি ঘেন্না হয়। কি আর করা বলেন!

১০| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনে বেশি না বুঝলে অন্য এক ব্লগারকে হতাশ হইয়া পোস্ট দিতে হইত না। সকল ব্লগার (রাজিব গান্ধী, সুনা মিয়া আর গোফ মিয়া ব্যতীত) আপনার ওপর নেগেটিভলি দেকিত না। আশা করি এখনু বুইজবেন নাহ।

তাইলে কি একটু পানি পড়া, বা কবজ তাবিজ দিবেন?

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫১

জ্যাকেল বলেছেন: স্বয়ং এবলিস ওস্তাদের পানি পড়ায়ো আপনার কাম হইব না। আপনে নুরুমামু এক সুয়া চামচ বেশি বুঝেন কি-না! এর ছাইতে https://youtu.be/S6REC5SKe44 পাখির গান হুনেন।

১১| ২৪ শে আগস্ট, ২০২২ ভোর ৬:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



জনগনের মাঝে সঠিক উপলব্দি ও সচেতনতা আসুক সে কামনাই করি ।
নীতি নির্ধারকগন দেশের সচেতন মহলের জানার প্রতি শ্রদ্ধাশীল হয়ে
এ বিষয়ে দেশের সর্বাধিক স্বার্থ রক্ষাকারী কর্মপন্থা গ্রহন করুক এ কামনাই
করি । জনস্বার্থ রক্ষা না হলে শেষ পরিনতি কারো জন্য শুভ হয় না ।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১২:০১

জ্যাকেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগে মাউস পয়েন্টার রাখার জন্য! দেশের স্বার্থ সংরক্ষণে কাহারো কোন ভ্রুক্ষেপ নাই; এটাই হয়ে আসছে।এ ব্যাপারে আর আশা বেশি নাই ভাইসাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.