নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

নিম্নোক্ত নিয়মাবলী পুরণ করে লিখতে পারলে ১,০০,০০০ টাকা পুরস্কার

১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩০



[Source photo: Getty Images]

লেখাটি হতে পারে গল্প, কবিতা কিংবা প্রবন্ধ। পুরস্কারটা অংক দেখেই বুঝা যাচ্ছে বাস্তবিক, তাই ভুয়া ভাবার কারণ নেই। এক লাখ টাকা বড় কথা না, বড় কথা চ্যালেন্জ নেওয়া। খেয়াল থাকে যেন - অবশ্যই নিম্নলিখিত কন্ডিশন যেন ফিলআপ হই-


১। বইয়ে ৯৯% ব্যাকরণ সমস্যা থাকবে না।
২। যেকোন ভাষার বই হতে পারে তবে বইয়ে গুণগত মান থাকতে হবে।
৩। গাণিতিক এলগরিদম প্রয়োগ হইতে হইবে যেমন বইয়ের অক্ষর বিন্যাস এমনভাবে হইতে হবে যে একটি বেজ নাম্বার ব্যবহার করলে দেখা যাবে ঐ নাম্বার দিয়ে অক্ষর বিন্যাসের অনিন্দ্য সুন্দর মিল পাওয়া যাইবে।
৪। বইয়ে আগামী এক হাজার বছরের ভবিষ্যৎ আবিষ্কারের স্বরুপ পাওয়া যাইবে (যেমন নোবেল বিজয়ীদের আবিস্কার)
৫। কোন অবান্তর কথাবার্তা থাকবে না।
৬। বইয়ে ছন্দ থাকবে, ছন্দ থাকার কারণে মুখস্থ করা সহজ হইবে।
৭। বইয়ের মধ্যে কমপক্ষে ৫০০০ বাক্য/লাইন থাকবে।
৮। বইয়ের কোন তথ্য আজগুবি হইতে পারবে না।
৯| লেখা হবে সুন্দর, লেখা পড়লেই যেন অন্তর/মন শীতল হয়ে যায়।


দেখুন, ইহা সম্ভব হয় কি-না।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৮

অপ্‌সরা বলেছেন: অসম্ভব বলে কিছু নেই দুনিয়াতে।

তবে মানুষের সময়ের অভাব এই গবেষনার জন্য।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২১

জ্যাকেল বলেছেন: তাহলে করে দেখান, সময়ের সমস্যা দুর করতে কম্পিউটার আছে।

২| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১০০% কেউ হয়না !
.................................................................................
সুতরাং অবাস্তব কথা মাথায় নিয়ে শরীরে আর গরম নিয়েন না ।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২২

জ্যাকেল বলেছেন: অবাস্তব বটে! )

৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৯

কিরকুট বলেছেন: শর্ত অনুযায়ী পুরুষ্কারের মান কম হয়ে গেছে। বাড়িয়ে দিন। লেখক কে অসম্ভব খাটুনি খাটতে হবে।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৫

জ্যাকেল বলেছেন: অসম্ভব খাটুনি হলে লাগাই উচিত না।

৪| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৭

নিমো বলেছেন: মধ্যযুগেই এসব বই লেখা হয়ে গেছে। মরার পর তাদের সাথে জান্নাতে দেখা হলে টেকাটুকা দিয়া দিয়েন।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৬

জ্যাকেল বলেছেন: ওকে নিমু

৫| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ শর্তানুযায়ী লিখতে গেলে ২০-২৫ বছর লাগবে। এ বই লিখতে গেলে অন্যকিছু লেখা বা করা সম্ভব হবে না। তাই প্রতি বছরের জন্য ১০ লাখ হিসাবে ২৫ বছরের জন্য ২৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলে ট্রাই করা যেতে পারে।

:)

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭

জ্যাকেল বলেছেন: হিসাবে ভুল আছে স্যার।

৬| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৩৫

জিকোব্লগ বলেছেন:



১ লাখ টাকাতো স্বনামধন্য সংবাদপত্রে একটা কলাম লিখেই পাওয়া যেতে পারে।
আপনি অসম্ভবকে করতে বলার চ্যালেঞ্জ দিয়ে খুবই অল্প পুরস্কার ঘোষণা করেছেন।


আপনিতো অনেকটা কোরআন শরীফ লেখার দিকে ইঙ্গিত করছেন। তাই কিনা ?

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৮

জ্যাকেল বলেছেন: আপনার মন্তব্যে একটু অবাক হইলাম।

৭| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সম্ভব।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৮

জ্যাকেল বলেছেন: চ্যালেন্জ হিসাবে নিয়ে করে ফেলেন।

৮| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ আর ৬ নম্বর কমেন্ট থেকে এখন বিষয়টা ধরতে পেরেছি মনে হয়

২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৮

জ্যাকেল বলেছেন: শুভকামনা! :)

৯| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৪

কামাল১৮ বলেছেন: কোরান একমাত্র গ্রন্থ

২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৫

জ্যাকেল বলেছেন: আপনে যে পুরাই ফাউল একটা লোক এই ব্যাপারটা এত বেশি করে জানা দেবার দরকার নেই তো।

১০| ২০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই চ্যালেঞ্জ এখনও সবার জন্য উন্মুক্ত আছে। কিন্তু কেউ চ্যালেঞ্জ গ্রহণ কেন করছে না সেটা বোঝা যাচ্ছে না।

২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৫

জ্যাকেল বলেছেন: আমিও অবাক, এখন পর্যন্ত কেহ এই চ্যালেন্জ নিয়ে কিছু করে দেখায়নি কেন!!!

১১| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ক্যাপ্টেন নিমোর অন্তরাত্মা জ্বালিয়ে দিয়েছেন!

২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৬

জ্যাকেল বলেছেন: :)

১২| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৯

নিমো বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: ক্যাপ্টেন নিমোর অন্তরাত্মা জ্বালিয়ে দিয়েছেন!
তাই নাকি ভাইজান। নিজেত‌ো থাকেন জ্বলাজ্বলির দেশে, আমিতো থাকি বাদলের দেশে। আমারতো মনে হচ্ছে আমার মন্তব্যই বরং আপনার অন্তরাত্মা জ্বালিয়ে দিয়েছে। নইলে আমার নাম জপ করবেন কেন ? আমার মন্তব্য বুঝতে হলে আপনাকে আরও কয়েকবার জন্মাতে হবে। তাই সেই চেষ্টা নাই বা করলেন। ঈদ মুবারক।

২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮

জ্যাকেল বলেছেন: (দুঃখজনক কিন্তু সত্য) মডারেটর হিসাবে হলেও আপনার ভেতরের জ্বলুনি আমি দেখতে পাইতেছি। মন্তব্যেই ইহা প্রকাশিত। যাক, ইশ্বরবিহীন কল্পনার জগত থেকে ঘুরে আসুন, মনডা ভালু হঐয়া যাব নে।

১৩| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

নিমো বলেছেন: লেখক বলেছেন: (দুঃখজনক কিন্তু সত্য) মডারেটর হিসাবে হলেও আপনার ভেতরের জ্বলুনি আমি দেখতে পাইতেছি। মন্তব্যেই ইহা প্রকাশিত। যাক, ইশ্বরবিহীন কল্পনার জগত থেকে ঘুরে আসুন, মনডা ভালু হঐয়া যাব নে।
আমি ভালোই আছি। আমার ভালো নিয়ে আপনার মত শেয়ালকে হুক্কা হুয়া করতে হবে না। মরার পর দেখা হলেই বুঝা যাবে কার জ্বলতেছে। হা-হা!

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৮

জ্যাকেল বলেছেন: শেয়াল মেয়াল বানিয়ে হুক্কা হুয়া শুরু করছেন, জ্বলুনির মাত্রা দেখতেছি ছরম লেভেলে চলে গেছে। (দুঃখিত)

১৪| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৪

নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: শেয়াল মেয়াল বানিয়ে হুক্কা হুয়া শুরু করছেন, জ্বলুনির মাত্রা দেখতেছি ছরম লেভেলে চলে গেছে। (দুঃখিত)

ভাইজান নাম নিয়ে রেখেছেন শেয়াল, তবে কি বলে ডাকব? আপাতত পরিবার নিয়ে ঈদ উপভোগ করুন। জ্বলুনির মাত্রা লেভেল নিয়ে গরু খোঁজা নাই বা করলেন।

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৬

জ্যাকেল বলেছেন: আমার এখানে প্রপিক দেওয়া আছে জ্যাকেল'র। জ্যাকেল সম্পর্কে জানতে দ্য জ্যাকেল মুভিটি দেখে নিতে পারেন। নইলে মুরুক্কু মাইনশের মত জ্বলুনি নিয়ে থাকতে হইবে।

১৫| ২৯ শে মে, ২০২৪ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: কেউ তুলে নিল না আপনার এ চ্যালেঞ্জটা?

০৭ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৯

জ্যাকেল বলেছেন: কেহই না। শুধু খই ফুটাতে পারে এরা।

১৬| ০৭ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৭

নতুন বলেছেন: ১। বইয়ে ৯৯% ব্যাকরণ সমস্যা থাকবে না।
২। যেকোন ভাষার বই হতে পারে তবে বইয়ে গুণগত মান থাকতে হবে।
৩। গাণিতিক এলগরিদম প্রয়োগ হইতে হইবে যেমন বইয়ের অক্ষর বিন্যাস এমনভাবে হইতে হবে যে একটি বেজ নাম্বার ব্যবহার করলে দেখা যাবে ঐ নাম্বার দিয়ে অক্ষর বিন্যাসের অনিন্দ্য সুন্দর মিল পাওয়া যাইবে।
৪। বইয়ে আগামী এক হাজার বছরের ভবিষ্যৎ আবিষ্কারের স্বরুপ পাওয়া যাইবে (যেমন নোবেল বিজয়ীদের আবিস্কার)
৫। কোন অবান্তর কথাবার্তা থাকবে না।
৬। বইয়ে ছন্দ থাকবে, ছন্দ থাকার কারণে মুখস্থ করা সহজ হইবে।
৭। বইয়ের মধ্যে কমপক্ষে ৫০০০ বাক্য/লাইন থাকবে।
৮। বইয়ের কোন তথ্য আজগুবি হইতে পারবে না।
৯| লেখা হবে সুন্দর, লেখা পড়লেই যেন অন্তর/মন শীতল হয়ে যায়।


যারা তালগাছ নিয়ে আলোচনা করেনা তারাই এইসব যুক্তি যারা দেয়।

গুণগত মান, ভবিষ্যৎ আবিষ্কারের স্বরুপ, অবান্তর কথাবার্তা, মুখস্থ করা সহজ হইবে, আজগুবি হইতে, মন শীতল হয়ে যায়।

এই চাওয়াগুলি কোনদিন কেউই পুরন করতে পারবেনা। যত ভালো বই লিখক আপনি বলবেন এটার মান ভাল না, এতে অবান্তার কথা আছে, মুখস্থ করতে পারছিনা, এটাতে আজগুবি কথা আছে, আপনার মন শীতল হইতেছে না... :D

আপনি যেই বইয়ের কথা বলতেছেন তার চেয়ে বেশি জটিল বই অলরেডি আছে। Voynich manuscript ।

এইটা এতোই জটিল যে কেউ পড়তেই পারতেছেনা।

https://collections.library.yale.edu/catalog

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৩

জ্যাকেল বলেছেন: লেন্জা ইজ দিফিকাল্ট তু হাইদ।

কোরআন সহজ

এখানে স্ট্রাকচার আছে

এখানে মানুষের সমস্যা ও সমাধানের কথা বিবৃত আছে

ভবিষ্যৎ বাণী আছে

..... বলে শেষ করা যাবে না।

আর আপনার মানুস্কিরিট নিজেই বলতেছেন উহা জটিল। ভাউ ইখানেই ফেইল।

১৭| ০৭ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৯

নতুন বলেছেন: আসেন আলোচনা করি।

নিচের লাইনগুলি কোরানের মানের চেয়ে উচু মানের।

Balaghal ula bikamalihi,
Kasha fadduja bijamalihi.
Hasunat jamiu hisaalihi,
Sallu aleyhi wa aalihi.

এটাতে ছন্দ আছে, ভালো কথা আছে, মুখস্ত হয়, আরো যত ভালো কথা আছে সব যোগ করেন লাইনে....

প্রমান করেন যে এটা কোরানের চেয়ে খারাপ মানের।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৬

জ্যাকেল বলেছেন: আপনে সেইখ সাদী সাহেবের বচন দিয়ে বলতেছেন ইহা কোরআনের চেয়ে উচু মানের। হাঃ হাঃ হাঃ =p~ =p~ =p~ =p~

সেইম সেইখ সাদী যিনি রাসূলের শানে ইহা লিখেছেন। যদি তিনি কোরআনের চেয়ে উচু মানের জিনিস লিখতে পারতেন তবে তিনি আরেকটা ধর্ম বের করে ফেলতেন খুব সহজেই, অথচ দেখেন তিনি কোরআনকে ধারণ করে রাসুলের অনুসরণ করে আল্লাহর গোলাম হিসাবে মৃত্যুবরণ করেছেন।

গায়ের জোরে যুক্তি চলেনা, খিয়াল কইরা কিন্তুক

১৮| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৮

নতুন বলেছেন: ভাই বাইম মাছের মতন পিছলাইলে চলবে? আপনার শর্তে কোথাও বলেন নাই

* যে যদি কেউ বড় ধর্ম না করে ফেলে তবে সেই লাইন চলবেনা।
* যে সে যদি মুসলান হয় তবেও তার লেখা চলবে না।

এটাতে ছন্দ আছে, ভালো কথা আছে, মুখস্ত হয়, আরো যত ভালো কথা আছে সব যোগ করেন লাইনে....

১। বইয়ে ৯৯% ব্যাকরণ সমস্যা থাকবে না। - ঠিক আছে
২। যেকোন ভাষার বই হতে পারে তবে বইয়ে গুণগত মান থাকতে হবে। - ঠিক আছে
৩। গাণিতিক এলগরিদম প্রয়োগ হইতে হইবে যেমন বইয়ের অক্ষর বিন্যাস এমনভাবে হইতে হবে যে একটি বেজ নাম্বার ব্যবহার করলে দেখা যাবে ঐ নাম্বার দিয়ে অক্ষর বিন্যাসের অনিন্দ্য সুন্দর মিল পাওয়া যাইবে। - ঠিক আছে
৪। বইয়ে আগামী এক হাজার বছরের ভবিষ্যৎ আবিষ্কারের স্বরুপ পাওয়া যাইবে (যেমন নোবেল বিজয়ীদের আবিস্কার)
৫। কোন অবান্তর কথাবার্তা থাকবে না। - ঠিক আছে
৬। বইয়ে ছন্দ থাকবে, ছন্দ থাকার কারণে মুখস্থ করা সহজ হইবে। - ঠিক আছে
৭। বইয়ের মধ্যে কমপক্ষে ৫০০০ বাক্য/লাইন থাকবে।
৮। বইয়ের কোন তথ্য আজগুবি হইতে পারবে না। - ঠিক আছে
৯| লেখা হবে সুন্দর, লেখা পড়লেই যেন অন্তর/মন শীতল হয়ে যায়। - ঠিক আছে

আপনার ৯ পয়েন্টের তো ৭টাই এই লাইনগুলিতে আছে... =p~

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

জ্যাকেল বলেছেন: ঐ লাইনে- ৩ নাম্বারটা তো আমি পাইতেছি না।

১৯| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫১

নতুন বলেছেন: লেখক বলেছেন: ঐ লাইনে- ৩ নাম্বারটা তো আমি পাইতেছি না।

ঐলাইনে আমি দাবি করছি আপনার সকল ক্রাইটেরিয়া আছে। আপনি না বুঝতে পারলে আপনার লিমিটেসন। আমি কি করতে পারি। ;)


আমি তো দাবী করছি ঐ লাইনগুলি সকল ক্রাইটেরিয়া আছে। আপনি বলতেছেন হয় নাই।

এটাই এইরকমের যুক্তির ঘাপলা। আপনি যতই বিচার মনেন তালগাছ সব আমার।

তাই এমন যুক্তি দেওয়া হুদাই প্যাচাল পাড়ার নামান্তর মাত্র। =p~

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৪

জ্যাকেল বলেছেন: গণিতে কোন ঘাপলা হইবার কথা না, একটু আলোকিত করেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.