নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্ম মৃত্যুর মাঝখানের সময়টাতেই আমাদের চাহিদা বেশি,সেটাই মূল্যহীন।\nঅন্ধ মানবজাতি মূল্যহীন ইহকালের পথেই বেকুল।\nআল্লাহ্ আমাদের নেক হেদায়েত দান করে,তার গোলামি করার তৌফিক দান করুক।আমিন।

শরিফুল ইসলাম (ফরহাদ)

আল্লাহর একজন পাপী বান্দা।আল্লাহ্ পাকের দরবারে একটাই প্রার্থনা,ঈমানদার হয়ে মৃত্যুপথ অতিক্রম করার তৌফিক দান করুন।

শরিফুল ইসলাম (ফরহাদ) › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

#অনুভূতি
মুনতাসীর মামুন

আমি তিনশত টাকার একটা ঘড়ি হাতে দেই কিংবা তিন লক্ষ টাকার একটা ঘড়ি হাতে দেই সময়টা একই দেখাবে।

আমি পাঁচশত টাকার একটা ব্যাগ কাধেঁ নিয়ে হাঁটি কিংবা পাঁচ লক্ষ টাকার ব্যাগ কাধেঁ নিয়ে হাঁটি আমি তাতে সমান জিনিসই রাখবো।

আমি একটা চার শতকে ঘেরা একটা বাড়িতে থাকি আর পাঁচশত গজ লম্বা বাড়িতে থাকি একাকীত্বের অনুভূতিটা আমার একরকমই থাকবে।

আমি বিজনেস ক্লাস টিকিটে করে রওয়ানা হই কিংবা ইকোনমিক ক্লাস টিকিটে রওয়ানা হই গন্তব্যে আমি একই সময়ে পৌঁছাতে পারবো।

দুনিয়ার সবচেয়ে বড় বড় শপিংমলগুলোতে ব্যান্ডের জিনিসপত্র বিক্রি করে।ব্যান্ডের জিনিসপত্রগুলো সবচেয়ে বড় ধোঁকা। তাদের মূল উদ্দেশ্য তো বড়লোকদের পটেক থেকে টাকা বের করা বৈ আর কিছু নয়।আর এটাতে গরীবরা আকর্ষিত হয়।

আইফোন হাতে নিয়ে কি আমাকে খুব চালাকও বুদ্ধিমান হতে হবে??
এটাও কি খুব দরকার যে,আমাকে কেএফসি বা নামি দামী হোটেলে খেতে হবে।যাতে মানুষ না ভাবে যে আমি খুব কৃপণ, হারকিপটা স্বভাবের।

আমি আমার বন্ধুদের সাথে দামী কোন হোটেলে দেখা করবো?যাতে মানুষ ভাবে আমি খুব খানদানী।

আচ্ছা আমি কি Nike বা Adidas এর পোশাক পড়বো??যাতে আমাকে খুব স্মার্ট বলা হয়।

আচ্ছা আমি কি জাস্টিন বেইবার,পিট বুল,সাকিরার গান শুনবো যাতে আমাকে বলা হয়, খুব নামিদামি শিল্পীর ভক্ত আমি।

আসলেই তা নয়।

আমি খুব সাধারণ পোশাক পরিধান করি,খুব নামিদামি হোটেলে বসে খাইনা।আমার ক্ষুধা লাগলে খুব সস্তা হোটেলে বসেই খাবার খাই।বন্ধুদের সাথে আমি মোড়ের চায়ের দোকানটাতে বসেই আড্ডা দেই।মানুষের সাথে খুব সাধারণ ভাবেই কথা বলি।

আপনি কি জানেন??

মুসা বিন শমসের এর একটা পোশাকের দাম কারো কারো পুরো মাসের বেতনের থেকেও অনেক বেশি দামী।
আপনি কি জানেন?

একেকটা বার্গারের দামে কোন কোন পরিবারের পুরো মাসের খাবার হয়ে যায়।

কি বুঝেছেন??
টাকা পয়সা ই জিবনের সবকিছু নয়।

মানুষের বাহিরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করা যায়না।কেউ সুন্দর করে কথা বললেই সে স্মার্ট হয়না।কারো চেহারা সুন্দর হলেই সে ভালো মানুষ হতে পারেনা।

কারো চরিত্র,মনুষত্ব,মানবতা,সুশীল মনোভাব,আচার- ব্যবহার এগুলোর উপর ভিত্তি করে মানুষটা কেমন।

একটা কথা মনে রাখবেন।যারা লোক দেখানোর জন্য সবসময় কিছু করে থাকে।আপনার বিপদেও তারা লোক দেখানো সাহায্য করবে।

আমি যদি আপনাকে সম্মান দেই আপনি খুশি হবেন,কিন্তু আমার কোন ক্ষতি হবেনা।এই একটা কথা সবার মনে রাখা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.