নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন যায়, কথা থাকে...

আমি এক যাযাবর....

সরকার মারুফ

পড়াশোনার ফাঁকে ফাঁকে লেখালেখি, লেখালেখির ফাঁকে ফাঁকে পড়াশোনা নয়।

সরকার মারুফ › বিস্তারিত পোস্টঃ

উইন্ডোজ এক্সপির ড্রাইভার কিভাবে ডাউনলোড করি জানান প্লিজ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

আমার পিসিতে উইন্ডোজ সেভেন সাপোর্ট করে না বলে উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। আজ উইন্ডোজ এক্সপি রিইনস্টল করার পর দেখছি ড্রাইভারের সিডিটা কাজ করছে না। ফলে কম্পিউটারে সাউন্ড নাই। কিভাবে ইন্টারনেট থেকে ড্রাইভার ডাউনলোড করতে পারি জানান প্লিজ। আমার কম্পিউটারের তথ্য-

Pentium(R) Dual-Core CPU

E5200 @ 2.50GHz

2.50 GHz, 1.99 GB of RAM



আরো কোনো তথ্য লাগলে বলুন, জানাতে পারব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

পথহারা নাবিক বলেছেন: আপনার mother board কি!!

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

মোঃ শাহ আলম বলেছেন: আপনি তো আপনার মাদারবোর্ড কি তা বলেন নি। যদি না জানেন তাহলে ট্রাই করুন।
Run চালু করুন। (Windows Key + R)
এবার টাইপ করুন cmd এন্টার চাপুন।
টাইপ করুন systeminfo.exe এন্টার চাপুন।
আপনার মাদারবোর্ড কি আর তার মডেল কি তা দেখাচ্ছে। এবার গুগলে সার্চ করে ডাউনলোড করে ফেলুন :D

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

মুরাদপােভল বলেছেন: motherboard ar model daka google thaka tar driver gulu download korun.

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

গোবর গণেশ বলেছেন: মডেল সহ মাদারবোর্ডের নাম বলতে হবে। আপনার প্রসেসর আর রেম যা আছে তাতে তো মনে হয় সেভেন ভালোই চলবে। সাপোর্ট না করার তো কোন কারন দেখছি না। আপনার পেন্টিয়াম ডুয়ালকোর ২.৫ গিগাহার্জ প্রসেসর অবশ্যই সেভেন সাপোর্টেড। এই প্রসেসরের জন্য মাদারবোর্ড ইন্টেল ৪১ অথবা ৩১ চিপসেটের হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ সেভেন চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.