![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়াশোনার ফাঁকে ফাঁকে লেখালেখি, লেখালেখির ফাঁকে ফাঁকে পড়াশোনা নয়।
গতকাল সকালে অফিসে যাচ্ছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। মিরপুর-১ আসতেই আমাকে ফলো করতে লাগল ৪/৫ বছর বয়সী একটা বাচ্চা। পরনে স্কুল ড্রেস, পিঠে একটা ব্যাগ, পায়ে জুতা। সবগুলোই খুব মলিন। তবে বাচ্চাটাকে দেখলে মায়া তৈরি হবে। এক পর্যায়ে আমার একদম পাশে এসে খুব অসহায় কণ্ঠে বলল, 'আঙ্কেল, আপনার বাসাটা কি ওই দিকটায়?' আমি বললাম, 'হ্যাঁ, তো কিছু বলতে চাও?'
ও বলতে লাগল, 'জানেন, আমার ফ্রেন্ডের না আজ জন্মদিন। সবাই কতকিছু গিফট করছে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না! যে টাকাটা আব্বু দিয়েছিল, সেটাও হারিয়ে ফেলেছি....।'
আমি বুঝলাম, এর মতলব খারাপ। বললাম, 'তো আব্বুকে গিয়ে বললেই পারো!'
ও আমতা আমতা করতে লাগল।
আমি বললাম, শোনো জন্মদিনে বন্ধুকে গিফট না করলে কিচ্ছু হয় না। বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজো না। বাসায় যাও।
কিন্তু সে নাছোড়বান্দা। আমার পেছনে হাটতে হাটতে বারবার কয়েকটা টাকা চাইতে লাগল।
এক পর্যায়ে টাকা না দিয়েই আমি বাসে উঠে গেলাম।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
সরকার মারুফ বলেছেন: ভাই, ঢাকার সব স্কুল এখন বন্ধ। এই সময় স্কুল ড্রেস পড়ুয়া এত ছোট বাচ্চা একা একা ঘুরে, বিষয়টা আপনার কাছে সন্দেহজনক লাগল না??
২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: মায়া লাগল। আমি হলে কিন্তু ২ বা ৫ টাকা দিতাম।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
সরকার মারুফ বলেছেন: আমি আবার ২ বা ৫ টাকা দিতেও একটু হিসাব করি
৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩
মদন বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
সরকার মারুফ বলেছেন: মন খ্রাপ? ইফতারির আগে দোয়া করি অচিরেই যেন এরুম একডা পোলারে আপ্নে সামনে পান!
৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮
চারশবিশ বলেছেন: আমার মতে ঠিক আছে।
পরে ওই টাকার লোভে সে আবার একই কাজ করবে
৫| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮
শাহী মিলন বলেছেন: বিষয়টা খুবই দুঃখের
৬| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১
ঢাকাবাসী বলেছেন: ঠিক কাজ করেছেন।
৭| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬
গাধা গরু বলেছেন: এই বয়সেই ধান্দাবাজির শুরু, বড় হয়ে মন্ত্রী এমপি হবে
৮| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩
হেডস্যার বলেছেন:
আমি হইলে কানের নিচে একটা দিয়া দিতাম, যদিও ঠিক হইতো না ব্যাপারটা।
তয় এডির পেশাই এইটা।
৯| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০০
পাইলট ভয়েচ বলেছেন: আমি বাচ্চার সাথে জন্মদিনের পার্টিতে যাইতাম
১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
তাশফিয়া নওরিন বলেছেন: ধান্দাবাজি
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২২
মোমের মানুষ-৩ বলেছেন: কাজটা ঠিক করেন নি, বাচ্চা পোলাপান কয়েকটা টাকা দিলেই পারতেন