নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
তুরস্কে অজনপ্রিয় খাবারের তালিকা করলে মাছ প্রথম স্থান অধিকার করবে! যা আমাদের জাতীয় উদ্যাপনের প্রধান অনুষঙ্গ। ধর্ম এক হলেও তুর্কিদের সঙ্গে খাবার থেকে শুরু করে জীবনাচার, সংস্কৃতি সবকিছুতেই আমাদের যোজন যোজন পার্থক্য। এখানে ঈদ উপলক্ষেও তেমন কোনো উৎসব হয় না। তবু পয়লা বৈশাখ তুরস্কের ইস্তাম্বুলে ভাত আর মাছ দিয়েই উদ্যাপন করি আমরা। গত বছর যেমন ডর্মের ম্যানেজারের চোখ এড়িয়ে লুকিয়ে লুকিয়ে পাহলামুত নামে একটা সামুদ্রিক মাছ রান্না করেছিলাম। যেটার স্বাদ খানিকটা ইলিশের কাছাকাছি। সঙ্গে ছিল আলু ভর্তা, আর পেঁয়াজ ভাজা। দীর্ঘদিন পর বাংলাদেশি খাবার মুখে দেওয়ায় ঠিক রান্নাটা কেমন হলো সে প্রশ্ন পেছনে ঠেলে স্বাদ বেড়ে যায় হু হু করে। ডর্মে রান্না নিষিদ্ধ, ফলে আমাদের বিশেষ দিনে রান্না করতে হয় লুকিয়ে। ধরা পড়লে একদিকে যেমন প্রেশার কুকার বাজেয়াপ্ত হবে, জরিমানাও গোনা লাগতে পারে। গোপন উৎসবের ভিন্ন একটা মাত্রা আছে, যেখানে ভয় ও আনন্দ পাশাপাশি চলে!
প্রতিবছর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, ইস্তাম্বুল পয়লা বৈশাখে বিশেষ অনুষ্ঠান করে। এখানে যাঁরা পরিবারসহ থাকেন, তাঁরা নানা পদ রান্না করে নিয়ে আসেন। আমরা ছাত্ররা সদলবলে যোগ দিই। খাবারের সঙ্গে জমে ওঠে মায়ের ভাষায় আড্ডা।
ঈদ যে একটা উৎসবের বিষয় এটা বোধ হয় তুর্কিরা আমাদের দেখেই শিখেছে। তাই বাংলাদেশের যেকোনো দিবসে যেতে ওদের প্রচুর আগ্রহ। এবার যেমন আমার সঙ্গে রোমানিয়ার মেয়ে লাওরা, তুর্কি তরুণী হুলিয়া, আবদি পয়লা বৈশাখ উদ্যাপন করবে। ক্ষণিকের জন্য ওরাও না হয় বাঙালি হলো
লেখাটি আজকের প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় প্রকাশিত হয়েছে,
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫২
সরোজ মেহেদী বলেছেন: লেখার জন্য শুভেচ্ছা পেলাম না, পেলাম প্রথম আলোয় প্রকাশিত হলো বলে! এইতো আমার কপাল।
পাহলামুত বিডিতে পাওয়া যাওয়ার কথা না। এটা আমি এখানে এসেই প্রথম দেখেছি। স্বাদ ততটা ভালো না।
আপনার আন্তরিক মন্তব্য পেয়ে ভালো লাগল। আপনিও ভালো থাকবেন।
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১৭
ভ্রমরের ডানা বলেছেন: বাহ! দারুন!
২১ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮
সরোজ মেহেদী বলেছেন: ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
পুলহ বলেছেন: বাংলাদেশে পাহলামুত পাওয়া যায় কি না কে জানে, তাহলে আমরা এবারের বৈশাখের জন্য একটা স্লোগান রেডি করতে পারি- "ইলিশের বদলে পাহলামুত খান, ইলিশের উপর চাপ কমান" হা হা হা [একটু মজা করলাম ভাই]
দেশ আর দেশের মানুষ থেকে বহুদূরে আপনারা যারা আছেন, তারা যে দেশকে কি পরিমাণ মিস করেন, বিশেষতঃ নানা স্পেশাল অকেশনে- সেটা আমি কিছুটা হলেও হয়তো বুঝতে পারি। বাবার চাকরির সুবাদে আমারো এরকম বাইরে যাবার স্বল্প- অভিজ্ঞতা থেকেই বললাম কথাটা...
অনেক ভালো থাকবেন মেহেদী ভাই। আর প্রথম আলোতে লেখা প্রকাশের জন্য শুভেচ্ছা!