![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো প্রমাণ করি -
ইসলাম সন্ত্রাসের
ধর্ম নয় !!!!
১/ প্রথম বিশ্বযুদ্ধ
কারা শুরু করেছিলো?
মুসলিমরা???
২/ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
কারা শুরু করেছিলো?
মুসলিমরা???
৩/ অস্ট্রেলিয়ায় ২
কোটি আদিবাসী (এবরিজিন)
কারা মেরেছিলো?
মুসলিমরা???
৪/ হিরোশিমা আর
নাগাসাকিতে পারমাণবিক
বোমা ফেলে প্রজন্ম
ধংস করেছিলো কারা?
মুসলিমরা??
৫/ উত্তর আমেরিকায়
১০ কোটির বেশী রেড
ইন্ডিয়ান
মেরেছিলো কারা?
মুসলিমরা?
৬/ দক্ষিণ আমেরিকায়
৫ কোটির বেশী রেড
ইন্ডিয়ান
মেরেছিলো কারা?
মুসলিমরা?
৭/
কারা আফ্রিকা থেকে ১৮
কোটি কৃতদাস
ধরে নিয়ে গিয়েছিলো যাদের
৮৮% পথিমধ্যে মারা যায়
কিংবা শাস্তিস্বরূপ
আটলান্টিকে ফেলে দেয়া হয়?
মুসলিমরা?
৮/ গ্যাস প্রয়োগ করে ৩০
লক্ষ
ইহুদী কারা মেরেছিলো মুসলিমরা?
৯/ভারতের
জালিয়ালউয়ালাবাগ
হত্যাকান্ড
কারা চালিয়েছিলো?
মুসলিমরা?
১০/ বৃটিশ শাসনামলের
সময় রাস্তার দুইপাশের
গাছকে ফাঁসিকাষ্ঠ
বানিয়ে লক্ষ লক্ষ
মানুষ
কারা মেরেছিলো মুসলিমরা???
১১/
প্যালেস্টাইনে অর্ধশতাব্দীধরে কারা লক্ষ
লক্ষ মানুষ
মেরে আসছে?
মুসলিমরা?
১২/ ইরাকে দশ বছর
ধরে কারা সৈন্যবহাল
রেখে মানুষ মারছে?
মুসলিমরা?
১৩/ আফগানিস্তান,
পাকিস্তানে কারা ড্রোন
হামলা করে জনপদ
নিশ্চিণ্হ করে দিচ্ছে?
মুসলিমরা?
১৪/
কাশ্মীরে মুসলিমদের
ঘরে ঢুকে মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ
করে মারছে কারা?
বিনা উস্কানীতে গুলি চালাচ্ছে কারা মুসলিমরা?
১৫/বার্মায় মানুষ
মেরে দাঁত-চোখ
উপড়ে,মগজ
ফাটিয়ে লাশবিকৃত
করছে কারা? পেট্রোল
দিয়েলাশ
পোড়াচ্ছে কারা মুসলিমরা?
উত্তরঃ সবগুলোর
উত্তর ই "না"
অর্থাৎ...
পৃথিবীর বড় বড় কোন
অপরাধের সাথেই
মুসলিমরা জরিত নয় ।
আগে তোমাকে 'সন্ত্রাস'
কাকে বলে তা পরিষ্কার
করে বোঝাতে হবে…
যদি একজন অমুসলিম
কোন অপরাধ
করে তাহলে তা হয়,
সাধারণ অপরাধ',
আর
কোন অন্যায় কাজ
না করলেও
মুসলিমরা সন্ত্রাস,
জঙ্গীবাদ ????
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪
স্যার এডলফ হিটলার বলেছেন: আমার মতে মুসলিমদের উচিত এসব বিষয় নিয়ে না লাফিয়ে বিশ্বের প্রতিটি ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বারানো। তাহলে মিডিয়াও আমাদের বিপক্ষে প্রচারনা করতে সাহস পাবে না।
আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি বলেই আমাদের উপর নানা রকম অভিযোগ আনা হয় এবং অত্যাচার করা হয়।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬
মাঘের নীল আকাশ বলেছেন: হেইল হিটলার
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
Md SaRower HosSain বলেছেন: লিখতে পারি না ব্যান এর ভয়ে
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: যখন বিশ্ব মিডিয়ার নিয়ন্ত্রন তাদের হাতে আর চ্যালা চামচা চামুন্ডায় ভরা বিশ্ব- তখন মিথ্যাকে সত্য বানানো এক ফুয়ের খেলা!
তারা সুবিধাবাদী, তারা মিথ্যুক, তারা পরশ্রীকাতর!
বিশ্বের প্রথম এবং সম্ভবত শেষ ইষলামের (রাষ্ট্র) মক্কা জয় বিনা রক্তপাতে - এই কথা তারা ভূলৈও বলবে না।
মাসলমানদের গুনগুলৌকে ইগনোর করে , ছুতো নাতায় কিভঅবে বদনামী করা যায় তার চর্চা নিত্য চলছে। ধর্ম, দর্শন সাহিত্য জীবনাচার রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে..
তবে সত্য সূর্যালোকের মতো স্ব:প্রকাশিত হয়। তারা চাইলৈও তা নেভাতে পারবে না।