নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাস চর্চা

সারওয়ার হোসেন

@সারওয়ার

সারওয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

আহাম্মকদের আহাম্মকি

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

সুখে থাকতে অনেকেরই ভূতে কিলায়। উনার সমস্যা একনায়কতন্ত্র, বিরোধীমত দমন, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলা, তেল জাতীয়করণ, দেশীয় সম্পদ পাচারে কঠোরতা, (এমনি বিদেশী শ্রমিকরা তাদের আয় হতে সরকার নির্ধারিত অংশের বেশী নিজ দেশে পাঠাতে পারত না), দেশের মানুষকে বেশী সুখ দিয়ে বাস্তবতা বিবর্জিত করে তোলা। ফলশ্রুতিতে, আরব বসন্তের হাওয়া শরীরে লাগামাত্র বেসামাল হয়ে কথিত পরোপকারী যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংলিশ গংদের লিবিয়ানরাই ডেকে নিয়ে আসে তাদের পেট থেকে গণতন্ত্র প্রসব করিয়ে দেয়ার জন্য। অথচ, মুক্তি,স্বাধীনতা বা গণতন্ত্র এগুলি কেউ কাউকে কোলে তুলে দিতে পারে না। বরং এগুলি নিজেকে অর্জন করে নিতে হয় যার দৃশ্যমান উদাহরন হল ফ্রেঞ্চ ও ইরানী বিপ্লব। তারা নিজ দেশে যেকোন বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে চরম একাট্টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.