![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
নষ্ট পেন্ডুলাম
ঘড়িটা আটকে আছে জীর্ণ দেয়ালে।
জীবন কে ইদানিং বড্ড বেশী বেমানান
মনে হয় আড্ডায়।
সময়ের দেয়াল ভেদ
করতে পারেনা সে হরহামেশাই।
যেখানে পরিচিতরা ন্যানো সেকেন্ডে
বদলে যায়,
সে হয়তো রাখেনা যোগ্যতা তাদেরই
মতো, জেদ শব্দটাই হয়তো লজ্জায়
পালিয়ে গেছে তার জীবন থেকে। তবুও
বেচেঁ থাকে সে, বেচেঁ থাকতে হয় নষ্ট
পেন্ডুলাম ঘড়িটার মতোই।
©somewhere in net ltd.